ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

দেখেনিন আজ ব্যাট হাতে যত রান করলেন আশরাফুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ০৯ ১৭:২৮:১৯
দেখেনিন আজ ব্যাট হাতে যত রান করলেন আশরাফুল

বিকেএসপিতে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭০ রান জড়ো করে ব্রাদার্স। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেন ধীমান ঘোষ। এছাড়া সোহাগ গাজী অপরাজিত ৪৮ ও আমিনুল ইসলাম বিপ্লব ৪০ রান করেন।

অন্যান্যদের মধ্যে আশরাফুল ২৬, মাইশুকুর রহমান ১৯ ও মিনহাজুল আবেদিন সাব্বির ১৯ রান করেন। সিটি ক্লাবের পক্ষে উসমান খালিদ ও শাহরিয়ার আলম মাহিম তিনটি করে উইকেট শিকার করেন।

জয়ের লক্ষ্যে খেলতে নেমে ভালো শুরু পেলেও দেড়শ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় সিটি ক্লাব। তবে জাওয়াদ রোয়েনের ব্যাটে ঘুরে দাঁড়ায় দলটি। চাপের মুখে জাওয়াদের ব্যাট আশা জাগায় জয়ের। শেষপর্যন্ত সেই জয় এসেছে ইনিংসের শেষ বলে!

শেষ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৩ রান। আশরাফুলরা এই ম্যাচেও পারেননি হার ঠেকাতে। ম্যাচের নায়ক জাওয়াদ ৬৬ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন। অষ্টম ম্যাচে এটি সিটি ক্লাবের তৃতীয় জয়।

সংক্ষিপ্ত স্কোর

টস : সিটি ক্লাব

ব্রাদার্স ইউনিয়ন : ২৭০/৮ (৫০ ওভার)

ধীমান ৫১, গাজী ৪৮*, ইমতিয়াজ ৩৮, আশরাফুল ২৬

খালিদ ৫৯/৩, মাহিম ৬৬/৩

সিটি ক্লাব : ২৭২/৭ (৫০ ওভার)

জাওয়াদ ৭৯*, তুষার ৩৩, মিলন ৩৩

গাজী ৩৬/২, মানিক ৪৪/২

ফল : সিটি ক্লাব ৩ উইকেটে জয়ী।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ