ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

‘সময় ক্ষমা করে না, বিশেষ করে অত্যন্ত প্রতিযোগিমূলক ম্যাচে’-মেসিকে বললেন সিগ্নোরিনি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১০ ১২:১১:৫৪
‘সময় ক্ষমা করে না, বিশেষ করে অত্যন্ত প্রতিযোগিমূলক ম্যাচে’-মেসিকে বললেন সিগ্নোরিনি

তবে কিছু দিন আগে কোপা আমেরিকার মঞ্চে শিরোপা জেতান মেসি। তবে মেসির ভাগ্য কী এবার বদলাবে? এই প্রশ্নের উত্তর সময় বলে দিবে। তবে তার আগে মেসিকে নিয়ে আর্জেন্টিনার সাবেক ফিজিক্যাল ট্রেনার ফার্নান্দো সিগ্নোরিনি জানিয়েছেন, কাতার বিশ্বকাপে সেরা ফর্মের মেসিকে আর দেখা যাবে না।

সময়ের পবাবধানে সেরা ফর্ম পিছে ফেলে এসেছেন এই আর্জেন্টাইন ফুটবল জাদুকর, এমনটাই মত সিগ্নোরিনির। দীর্ঘ সময় পরে ৩৪ বছর বয়সী মেসি বিশ্বকাপে নামবে আর এক বছরের ক্লান্তিকে সঙ্গী করে নিয়ে। বয়সের এই ক্লান্তি ঘিরে ধরবে মেসিকে এমনটাই মনে করেন সিগ্নোরিনি। যা মেসির পারফরম্যান্সেও প্রভাব ফেলবে। সিগ্নোরিনি এক্ষেত্রে ম্যারাডোনার প্রসঙ্গও টেনে এনেছেন।

সাত বারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে নিয়ে আর্জেন্টিনার সাবেক এই ফিজিক্যাল ট্রেনার জানান যে, ‘নিঃসন্দেহে, আমরা কাতারে সেরা ফর্মের মেসিকে দেখতে পাবো না। ঠিক যেমন ১৯৯৪ সালে দিয়েগো ম্যারাডোনা নিজের সেরা ফর্মে পৌঁছাতে পারেননি।’

অন্য দিকে নিজের মতের পক্ষে যুক্তি দিয়ে সিগ্নোরিনি আরও যোগ করেন, ‘সর্বোচ্চ শ্রেণির প্রতিযোগিতামূলক ম্যাচে শারীরিক অবস্থার উপর অনেক কিছু নির্ভর করে। মেসি নিজের সেরা সময় পার করে এসেছেন। এখন তার শরীর আগের সেরা পর্যায়ে নেই। সময় ক্ষমা করে না; বিশেষ করে অত্যন্ত প্রতিযোগিমূলক ম্যাচে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ