ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আউট, আউট, আউট, উইকেট তুলে নিলেন খালেদ, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১০ ১৯:৪৫:১২
আউট, আউট, আউট, উইকেট তুলে নিলেন খালেদ, দেখেনিন সর্বশেষ স্কোর

দ্বিতীয় বলে তার বল সারেল আরউইয়ের ব্যাট ছেড়ে এসে আঘাত করে মেহেদী হাসান মিরাজের পেটে। পয়েন্টে দাঁড়ানো মিরাজ বুঝতে পারেননি, বল যে তার দিকে যাচ্ছে।

বলের আঘাতে মিরাজ ব্যথায় কাতরাতে থাকেন। দ্রুত মাঠে ছুটে আসে মেডিকেল টিম। এরপর স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। তবে খানিক পরই মাঠে প্রবেশ করেন তিনি। এতে দূর হয়েছে মিরাজকে নিয়ে শঙ্কা।

এ প্রতিবেদন লেখার সময় ৫ ওভার খেলা হয়েছে। তাতে কোনো উইকেট না হারিয়ে প্রোটিয়াদের সংগ্রহ ২৫ রান।

সংক্ষিপ্ত স্কোর

টস : দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৪৫৩/১০ (১৩৬.২ ওভার)

মহারাজ ৮৪, এলগার ৭০, বাভুমা ৬৭, পিটারসেন ৬৪

তাইজুল ১৩৫/৬, খালেদ ১০০/৩, মিরাজ ৮৫/১

বাংলাদেশ ১ম ইনিংস : ২১৭/১০ (৭৪.২ ওভার)

মুশফিক ৫১, ইয়াসির ৪৬, তামিম ৪৭, শান্ত ৩৩

মুল্ডার ২৫/৩, হার্মার ৩৯/৩

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ৯৩/৩ (২১ ওভার)

বাভুমা ৯*, রিলেকটন ২*, পিটারসেন ১৪, এলগার ৪১, আরউই ২৬

দক্ষিণ আফ্রিকার লিড ৩২৬ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ