ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

নিশ্চিত হারের মুখে বাংলাদেশ, শেষ হলো তৃতীয় দিনের খেলা, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১০ ২১:৫৮:১৩
নিশ্চিত হারের মুখে বাংলাদেশ, শেষ হলো তৃতীয় দিনের খেলা, দেখেনিন সংক্ষিপ্ত স্কোর

৫ উইকেটে ১৩৯ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা বাংলাদেশ প্রথম ইনিংসে ২১৭ রানে অলআউট হয়। বাংলাদেশকে ফলো অনে না ফেলে আবারও ব্যাটিংয়ে নামে প্রোটিয়ারা। এবারও দলটি পড়ে তাইজুল ইসলামের তোপের মুখে।

তাইজুলের ৩ উইকেট শিকারের ইনিংসে ৬ উইকেটে ১৭৬ রান নিয়ে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তড়িঘড়ি করে ইনিংস ঘোষণার লক্ষ্য ছিল একটাই- দিনের শেষ ভাগে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে বিপাকে ফেলা।

সেই লক্ষ্য সফলভাবেই পূরণ হয়েছে স্বাগতিক দলের। দিনের শেষ ভাগে ৯.১ ওভার ব্যাট করে ২৭ রান তুলতেই মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত ও তামিম ইকবালের উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। প্রথম ইনিংসের মত এবারও শূন্য রানে ফিরেছেন জয়, তবে এবার গোল্ডেন ডাক। শান্ত করেছেন ৭ রান। দিনের শেষ বলে তামিম আউট হন ১৩ রান করে।

৫ রানে অপরাজিত থেকে চতুর্থ দিনের খেলা শুরু করবেন অধিনায়ক মুমিনুল হক। প্রোটিয়াদের পক্ষে কেশব মহারাজ দুটি ও সিমন হার্মার একটি উইকেট শিকার করেছেন।

সংক্ষিপ্ত স্কোর (তৃতীয় দিন শেষে)টস : দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ৪৫৩/১০ (১৩৬.২ ওভার)মহারাজ ৮৪, এলগার ৭০, বাভুমা ৬৭, পিটারসেন ৬৪তাইজুল ১৩৫/৬, খালেদ ১০০/৩, মিরাজ ৮৫/১

বাংলাদেশ ১ম ইনিংস : ২১৭/১০ (৭৪.২ ওভার)মুশফিক ৫১, ইয়াসির ৪৬, তামিম ৪৭, শান্ত ৩৩মুল্ডার ২৫/৩, হার্মার ৩৯/৩

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস : ১৭৬/৬ ডিক্লেয়ার (৩৯.৫ ওভার)আরউই ৪১, ভেরেইন্নে ৩৯*, বাভুমা ৩০তাইজুল ৬৭/৩, মিরাজ ৩৪/২, খালেদ ৩৮/১

বাংলাদেশ ২য় ইনিংস : ২৭/৩ (৯.১ ওভার)তামিম ১৩, শান্ত ৭, মুমিনুল ৫*মহারাজ ১৭/২, হার্মার ৮/১

জয়ের জন্য প্রয়োজন ৪১৩ রান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ