ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

চরম দু:সংবাদ: ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে বিদায় বলে দিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১২ ১৬:৩৬:১৩
চরম দু:সংবাদ: ভক্তদের কান্নার সাগরে ভাসিয়ে বিদায় বলে দিলেন নিউজিল্যান্ডের তারকা ক্রিকেটার

২০০৫ সালে অভিষেকের পর থেকে ২৬৫ ঘরোয়া ম্যাচ খেলে বেনেট নিয়েছেন ৪৮৯ উইকেট। জিতেছেন ১২টি ট্রফি- পাঁচটি প্লাঙ্কেট শিল্ড, দুটি ফোর্ড ‍ট্রফি, চারটি সুপার স্ম্যাশ। এছঅড়া ওয়েলিংটন ব্লেজেরে বোলিং কোচ হিসেবে মেয়েদের সুপার স্ম্যাশও জেতেন।

বেনেট অবসরের ঘোষণায় ভলেছেন, ‘একটি ছোট ছেলে হয়ে টিমারুর নেটে যখন বল করতে শুরু করলাম, তখনও স্বপ্ন দেখিনি এমন ক্যারিয়ার উপভোগ করতে যাচ্ছি। ওল্ড বয়েস টিমারু ক্রিকেট ক্লাব, যার সঙ্গে আমার ক্রিকেট শুরু, টিমারু বয়েস হাই স্কুল, সাউথ কেন্টারবুরি ক্রিকেট, কেন্টারবুরি ক্রিকেট, ক্রিকেট ওয়েলিংটন ও নিউ জিল্যান্ড ক্রিকেট এবং অন্য সেরা ক্লাব যাদের সঙ্গে আমি বছরের পর বছর খেলেছি, তারা সবাই আমার ক্রিকেটের স্বপ্ন অর্জনে সহায়তা করেছে।’

তিনি আরো বলেন, ‘দারুণ সব খেলোয়াড়, অধিনায়ক ও কোচদের সঙ্গে আমি খেলেছি এবং তাদের সঙ্গে কাজ করায় আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। বছরের পর বছর ধরে আমাকে সমর্থন দেওয়ায় তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। নিউ জিল্যান্ডের জন্য আমার পরিবার ও দেশকে প্রতিনিধিত্ব করতে পারা ছিল সম্মানের। ওইসব স্মৃতি আর অভিজ্ঞতা হৃদয়ে ধারণ করে রাখার মতো এবং বাকি জীবন এই গল্পগুলো বলে যাব।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ