ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

রুটের উদাহারণ দিয়ে দেশে ফিরে যা বললেন অধিনায়ক মুমিনুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১৩ ১৪:১৮:৩৫
রুটের উদাহারণ দিয়ে দেশে ফিরে যা বললেন অধিনায়ক মুমিনুল

খুব স্বাভাবিকভাবে চাপে আছেন এই ক্রিকেটার। তবে এসব নিয়ে চিন্তিত নন জানিয়ে মুমিনুল বলেন, “এই লেভেলে ক্যাপ্টেন্সি করলে চাপ নিতে হবে। এসব নিয়ে আমি চিন্তিত না। ক্যাপ্টেন্সি এমন একটা জিনিস যেখানে আপনি পারফর্ম না করলে চাপ আসবেই।”

রুটের উদাহরণ টেনে এনে মুমিনুল আরও যোগ করেন, “পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা সিরিজে হয়তো রেজাল্ট আসেনি। ফলাফল না আসলে শুধু আমি না বিশ্বের যেকোনো ক্যাপ্টেনের ওপর চাপ আসে। রুট কিন্তু গত এক বছরে ৬-৭টা সেঞ্চুরি করেছে। তারপরও তার ওপর চাপ আছে।”

এছাড়াও প্রথম টেস্টে টসে জিতে মুমিনুলের ফিল্ডিং নিয়েও অনেক বিতর্কের সৃষ্টি হয়েছে। বলে হচ্ছিল, দলের সিনিয়রদের ইচ্ছায় এমন সিদ্ধান্ত নিয়েছিলেন মুমিনুল। তবে বিষয়টি উড়িয়ে দিয়ে মুমিনুল আরও যোগ করেন,

“অধিনায়ক হিসেবে সিদ্ধান্ত আমিই নিই। কেউ আমাকে জোরাজুরি করে না। ওই ক্ষমতাটুকু আমার আছে। টসের সিদ্ধান্ত যেটা বললেন, হয়তো প্রথম টেস্টে টস জিতে বোলিং নিয়ে হেরে যাওয়ায় এই কথা এসেছে। নিউজিল্যান্ডে দুইটা উইকেটই কিন্তু ফ্ল্যাট ছিল। সেখানেও টস জিতে আমরা বোলিং নিয়েছি। ম্যাচ জিতেছি।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ