ঢাকা, বুধবার, ৮ অক্টোবর ২০২৫, ২৩ আশ্বিন ১৪৩২

আমি 'কাওয়ার্ড' হলে বা ভয়ভীতি থাকলে এখানে আসতাম না: মুমিনুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১৩ ১৪:৩৬:১৪
আমি 'কাওয়ার্ড' হলে বা ভয়ভীতি থাকলে এখানে আসতাম না: মুমিনুল

প্রথম টেস্টে বাংলাদেশ ম্যাচ হারে ২২০ রানে। এই টেস্টে প্রথম চারদিন ব্যাটে-বলে খানিকটা দাপট দেখায় টাইগাররা। যদিও শেষদিনের বীভৎসতায় বড় ব্যবধানেই ম্যাচ হারে মুমিনুলের দল।

পোর্ট এলিজাবেথ টেস্টেও ব্যতিক্রম কিছু করে দেখাতে পারেনি টাইগাররা। বরঞ্চ এই টেস্টে আরও খারাপ খেলে ৩৩২ রানের বিশাল পরাজয় বরণ করে নেয় তারা। আসন্ন শ্রীলঙ্কা সিরিজে এই দুই হারের প্রভাব পড়বে না বলেই বিশ্বাস তাঁর। কোনো ধরনের নেতিবাচক মানসিকতাও চিন্তায় আনতে চান না তিনি।

১৩ এপ্রিল বাংলাদেশ দল সিরিজ শেষ করে দেশে ফিরলে বিমান বন্দরে মুমিনুল বলেন, 'আমি যদি এখন থেকে ওরকম নেগেটিভ চিন্তা করি তাহলে আমার কাছে মনে হবে আমি কাওয়ার্ড। তাহলে টেস্ট ম্যাচ জিতেই আমি আসতাম এই জায়গায় (গণমাধ্যমের সামনে)। আমি যদি কাওয়ার্ড হতাম বা ভয়ভীতি থাকতো তাহলে এখানে আসতাম না।'

'আমি যে রকম ছিলাম ওরকমই আছি। আমি এই সিরিজে যে ভুল করেছি, সে ভুল পরের সিরিজে করতে চাই না। প্রথম টেস্ট কিন্তু আমরা ভালোই খেলেছি, পাঁচদিনের মধ্যে চারদিনই বেশ দাপট দেখিয়ে খেলেছি। শেষদিনে পারিনি।'

৮ মে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে শ্রীলঙ্কা দলের। এই সিরিজের প্রথম টেস্টটি শুরু হবে ১৫ মে, দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৩ মে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ