ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

জয়কে ভবিষ্যৎ ‘সুপারস্টার’ আখ্যা, দিয়ে সাদমানকে নিয়ে নিজের অভিব্যাক্তি প্রকাশ করলেন মুমিনুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১৩ ২১:১৭:৫৮
জয়কে ভবিষ্যৎ ‘সুপারস্টার’ আখ্যা, দিয়ে সাদমানকে নিয়ে নিজের অভিব্যাক্তি প্রকাশ করলেন মুমিনুল

তামিম না থাকায় পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে অভিষেক হয় মাহমুদুলের। অভিষেক রাঙাতে পারেননি। উল্টো ব্যাটিং টেকনিক যে এখনও নড়বড়ে তার প্রমাণ দিয়েছেন। তবে ভুল প্রমাণ করেছেন গত দুই সফরে।

নিউজিল্যান্ডের মাটিতে অর্ধশতক ও দক্ষিণ আফ্রিকার মাটিতে শতক– সবমিলিয়ে ভবিষ্যতে যে ওপেনিংয়ে ভরসার নাম হয়ে উঠতে পারেন তার প্রমাণ দিয়েছেন। অবশ্য মুমিনুল বলছেন সময় গড়ালে চ্যালেঞ্জও বাড়বে মাহমুদুলের।

“জয়ের কথা তো আমি নিউজিল্যান্ড সিরিজেই বলেছিলাম। ও বাংলাদেশের নেক্সট সুপারস্টার হবে। ও এই জিনিসটা প্রমাণ করেছে। ওর জন্য সামনে আরও চ্যালেঞ্জ থাকবে । কারণ ভালো খেললে চ্যালেঞ্জ আরও বাড়ে।”

মাহমুদুল টিকে যাওয়ায় কপাল পুড়েছে সাদমানের। অবশ্য এর জন্য দায়টা এই ওপেনারকেই নিতে হবে। ব্যাটিং গড় ক্রমেই করেছে তাঁর। সর্বশেষ তিন অঙ্কের ঘর পের হয়েছিলেন গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে। গত দুই সিরিজে সুযোগ পেয়েও কাজে লাগাতে পারা সাদমান পাশে পাচ্ছেন তাঁর টেস্ট অধিনায়ককে।

“সাদমানের হয়তো ব্যাড প্যাচ যাচ্ছে। ওর ব্যাপারটা কিন্তু আরও কঠিন। আপনি যদি দেখেন আমরা কিন্তু মাঝেমধ্যে বিপিএল, প্রিমিয়ার লিগ খেলি। সে কিন্তু কোনো টুর্নামেন্টেই খেলে না। শুধু অনুশীলনই করে গেছে।”

তিনি আরও যোগ করেন, “এই যে আপনারা এখানে আসেন, যদি নিজে নিজে সাক্ষাৎকার নেন এবং পারফর্ম না করেন তাহলে আপনাদের জন্য খুবই কঠিন হবে তা। আমার মনে ওকে যতবেশি সময় দেওয়া যাবে ততই ভালো হবে। এই মুহূর্তে তাঁকে সাপোর্ট দেওয়া উচিত।”

গত বছর হারারাতে জিম্বাবুয়ের বিপক্ষে ১১৫ রানের অপরাজিত ইনিংস খেলেছেন সাদমান। তার-ও দুই ইনিংস আগে হাঁকিয়েছেন অর্ধশতক। সর্বশেষ ১০ ইনিংসে তাঁর সর্বোচ্চ রান ২২! এছাড়াও ব্যাটিং গড়ও নিচে নেমে এসেছে সাদমানের।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ