ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

কাতার বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিনে খেলতে যাচ্ছেন যে ১৬টি দল, দেখেনিন ব্রাজিল আর্জেন্টিনার অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১৪ ১২:৫১:৪৭
কাতার বিশ্বকাপে রাউন্ড অফ সিক্সটিনে খেলতে যাচ্ছেন যে ১৬টি দল, দেখেনিন ব্রাজিল আর্জেন্টিনার অবস্থান

প্রতিটি গ্রুপে চারটি করে দল রয়েছে, সেরা দুটি দল পরবর্তী পর্বে উত্তীর্ণ হবে। টুর্নামেন্টের সবচেয়ে কঠিন গ্রুপ সম্ভবত গ্রুপ এইচ। যাকে গ্রুপ অফ ডেথ ও বলা যায়। এ গ্রুপে পর্তুগাল,ঘানা,উরুগুয়ে এবং সাউথ কোরিয়া রয়েছে। এ গ্রুপে খুব বড় দলগুলো না হলেও প্রত্যেকটি দলই শক্তিমত্তায় কাছাকাছি রকমের। এই গ্রুপ থেকে সেরা ষোলোতে পর্তুগাল এবং উরুগুয়ের ওঠার সম্ভাবনাটাই সবচেয়ে বেশি।

সম্ভবত টুর্নামেন্টের সবচেয়ে সহজ গ্রুপ, গ্রুপ জি। এই গ্রুপে রয়েছে ব্রাজিল ,সার্বিয়া ,সুইজারল্যান্ড এবং ক্যামেরুন।

অনায়াসেই সবগুলো ম্যাচ জেতার কথা ব্রাজিলের। এই গ্রুপ থেকে ব্রাজিলের সাথে সুইজারল্যান্ডেরই পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। গ্রুপ এফ এ রয়েছে বেলজিয়াম,কানাডা ,মরক্কো ,ক্রোয়েশিয়া। এ গ্রুপ থেকে বেলজিয়ামের পরবর্তী রাউন্ডে ওঠাটা একপ্রকার নিশ্চিত। ক্রোয়েশিয়া সেই আগের দল না হলেও বেলজিয়ামের পর এ গ্রুপ থেকে ক্রোয়েশিয়ার ওঠাটাই প্রত্যাশিত।

গ্রুপ ই তে রয়েছে স্পেন ,জার্মানি ,জাপান এবং বাছাইপর্ব প্লে-অফ ২ পেরিয়ে আসবে সে দল। এই গ্রুপ কে অনেকে টুর্নামেন্টের সবচেয়ে কঠিন গ্রুপ মনে করছেন। এই গ্রুপে স্পেন এবং জার্মানির মতো দুটি বড় দল থাকলেও তাদের টেক্কা দেওয়ার মতো কোন দল নেই। ফলে অনায়াসেই স্পেন এবং জার্মানি পরবর্তী রাউন্ডের টিকেট কেটে ফেলবেন। গ্রুপ ডি থেকে ফ্রান্স এবং ডেনমার্কের পরবর্তী রাউন্ডে ওঠার কথা। গ্রুপ সি থেকে আর্জেন্টিনা এবং মেক্সিকোর পরবর্তী রাউন্ডে ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। যদিও মেক্সিকোকে চ্যালেঞ্জ জানাবে পোল্যান্ড। আর মেক্সিকোও আর সেই আগের দলটি নেই।

তবে অভিজ্ঞতা এবং সামর্থের বিচারে মেক্সিকোকে এগিয়ে রাখতে হবে। গ্রুপ বি তে ইংল্যান্ডের সাথে ইরানের ওঠার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই গ্রুপেই আবার রয়েছে ইরানের চিরপ্রতিদ্বন্দ্বি আমেরিকা। তবে শক্তি-সামর্থ্য বিচারে ফুটবল মাঠে যুক্তরাষ্ট্রকে উড়িয়ে দেওয়ার কথা ইরানের। আর গ্রুপ এ তে রয়েছে স্বাগতিক কাতার, ইকুয়েডর, সেনেগাল এবং নেদারল্যান্ডস। গ্রুপ এ থেকে রাউন্ড অফ সিক্সটিনের টিকেট সম্ভাব্য নেদারল্যান্ডস এবং সেনেগালই কাটতে যাচ্ছে।

রাউন্ড অফ সিক্সটিনে ওঠা দলগুলো(সম্ভাব্য): পর্তুগাল,উরুগুয়ে,ব্রাজিল ,সুইজারল্যান্ড , বেলজিয়াম ,ক্রোয়েশিয়া, স্পেন ,জার্মানি ,ফ্রান্স ডেনমার্ক আর্জেন্টিনা ,মেক্সিকো ,ইংল্যান্ড ,ইরান নেদারল্যান্ডস ,সেনেগাল

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ