ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

IPL Points Table: সেরা চার থেকে ছিটকে গেল কলকাতা, পয়েন্ট টেবিলে বড় লাফ ব্যাঙ্গালোর ও লখনউ’র

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১৭ ১০:১৮:০৪
IPL Points Table: সেরা চার থেকে ছিটকে গেল কলকাতা, পয়েন্ট টেবিলে বড় লাফ ব্যাঙ্গালোর ও লখনউ’র

এই দুই দল উপরে ওঠায় দু'ধাপ করে নেমে গিয়েছে রাজস্থান রয়্যালস, পঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। এই তিন দলের বর্তমান অবস্থান যথাক্রমে চার, পাঁচ এবং ছয়ে। কেকেআর নামতে নামতে একেবারে চারের বাইরে ছিটকে গিয়েছে।

সানরাইজার্স হায়দরাবাদ অবশ্য কলকাতাকে হারানোর পরেও সাতে রয়ে গিয়েছে। আরসিবি-র কাছে হেরে আটেই রয়ে গেল দিল্লি। চেন্নাই নয় নম্বরেই রয়েছে। আর ছ'ম্যাচের মধ্যে একটিতেও জয় না পেয়ে মুম্বই লিগ টেবলের লাস্টবয় হয়েই রয়েছে।

তবে শীর্ষে থাকা গুজরাট টাইটানসের অবস্থান অন্য টিমগুলোর চেয়ে সবচেয়ে ভালো। তারা ৫ ম্যাচ খেলে মাত্র ১টিতে হেরেছে। লখনউ, ব্যাঙ্গালোর- দুই দল আবার ৬ ম্যাচ করে খেলে ফেলেছে। ২টি করে তারা ম্যাচ হেরেছে। আবার রাজস্থান এবং পঞ্জাব ৫টি করে ম্যাচ খেললেও, ২টি করে তারা হেরেছে। তাই লিগের ছয় নম্বর ম্যাচ যে সমস্ত টিমের খেলা বাকি, তারা প্রত্যেকে যদি জিতেও যায়, উল্টোদিকে টাইটানসও যদি জেতে, তবে তারাই সকলের উপরে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে অবস্থান ক

কলকাতা আবার ৬ ম্যাচের মধ্যে ৩টিতে হেরে বসে রয়েছে। হায়দরাবাদ ৫ ম্যাচের মধ্যে ২টিতে হারলেও রানরেটে অনেকটাই পিছিয়ে। দিল্লি তো আবার ৫ ম্যাচের মধ্যে ৩টিতেই হেরে বসে রয়েছে। চেন্নাই ৫ ম্যাচের মধ্যে ১টিতে জিতেছে। মুম্বই এখনও জয়ের খাতা খোলেনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ