ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

দিল্লির কোচ পন্টিংয়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ১৭ ১৩:৫৯:৪৮
দিল্লির কোচ পন্টিংয়ের কপালে দুশ্চিন্তার ভাঁজ

অবশ্য ম্যাচ সংখ্যা বাড়ার সাথে সাথে দলের বিদেশি ক্রিকেটারদের স্কোয়াডে সংযুক্ত করছে দিল্লি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ম্যাচটিতে ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শদের নিয়ে রীতিমতো পূর্ণ শক্তির লাইন আপ নিয়েই মাঠে নামে তারা। যদিও ১৬ রানে হারতে হয় তাদের।

ব্যাটারদের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় থাকা পন্টিং বলেন, 'ব্যাটিংয়ে আমরা পুরোপুরি শক্তিমত্তা খুঁজে পাইনি। মিচেল মার্শ নিজের প্রথম ম্যাচ খেলল। সে এখনও নিজের ছন্দ খুঁজে পায়নি যা আমরা চেয়েছিলাম। মিডল অর্ডারে রভম্যান পাওয়েল সেভাবে আগ্রাসী খেলতে পারেনি। এই কয়েকটি বিষয় নিয়ে আমাদের কাজ করতে হবে।'

'শুধু ব্যাটিং নয়, বোলিংয়ের কিছু বিষয় নিয়েও আমাদের ভাবতে হবে। কয়েক ওভারের মধ্যেই আমাদের খেলা ঘুরে যাচ্ছে। সামনে এগিয়ে যেতে হলে এসব বিষয় নিয়ে আমাদের ভাবতে হবে।'

আসরে নিজেদের পরবর্তী ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে দিল্লি। ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ