ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

সাকিবের দুর্দান্ত বোলিং, সেঞ্চুরি বঞ্চিত শান্ত, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ এপ্রিল ২৪ ১৪:৩৮:১৪
সাকিবের দুর্দান্ত বোলিং, সেঞ্চুরি বঞ্চিত শান্ত, দেখেনিন সর্বশেষ স্কোর

মিরপুরের হোম অব ক্রিকেটে মাশরাফি-সাকিবদের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন আবাহনী অধিনায়ক মোসাদ্দেক। তবে শুরুটা ভালো হয়নি আবাহনীর। দলীয় ২৮ রানেই উদ্বোধনী ব্যাটার নাঈমকে শেখকে (২২) সাজঘরে ফেরান মাশরাফি।

দুই রান যোগ করতেই আল-আমিন হোসেনের বলে সাজঘরে ফিরেন মাহমুদুল হাসান জয় (৬)। ৩০ রানে দুই উইকেট হারানোর পর আবাহনীকে সামাল দেন শান্ত ও আফিফ। সাকিব, মাশরাফিরা নিয়মিত বোলিংয়ে এলেও তাঁদের উইকেট দেননি এ দুই ব্যাটার।

তাঁদের জুটি শতরান পূর্ণ করলে অর্ধশতক পান আফিফ। পরবর্তীতে ৫৮ বলে অর্ধশতক পূর্ণ শান্তও। এ দুই জনের জুটি ভাঙেন আগের ম্যাচের নায়ক মুক্তার আলি। ৭২ বলে ৬২ রান করা আফিফকে বোল্ড করেন মুক্তার। সেই সঙ্গে ভাঙে তাঁদের ১২৬ রানের জুটিও।

আফিফের বিদায়ের পর অধিনায়ক মোসাদ্দেকের সঙ্গে জুটি বাঁধেন শান্ত। তিনি নিজেও শতকের দিকে এগোতে থাকেন। তবে তা আর হতে দিলো কই সাকিব। ইনিংসে নিজের প্রথম শিকার শান্ত। ১০১ বলে ৮৬ রান করা শান্তকে আউট করেন নিজে ক্যাচ নিয়েই।

তৌহিদ, মোসাদ্দেকও ইনিংস বড় করতে পারেননি। নিজের দ্বিতীয় শিকার মোসাদ্দেককে ২৮ রানে ফেরান সাকিব এবং তৃতীয় শিকার তৌহিদকে সাজঘরে পাঠান ২৪ রানে। শেষ দিকে সাইফইদ্দিনের অপরাজিত ২৭ বলে ৩০ রানে সুবাধে ৭ উইকেটে ২৭৯ রান তোলে আবাহনী।

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সর্বোচ্চ তিনটি সাকিব ও দ্বিতীয় সর্বোচ্চ দুটি উইকেট নেন আল-আমিন। ৮ ওভার বোলিং করে ৫৬ রান দিয়ে একটি উইকেট নেন মাশরাফি। সাকিব তিন উইকেট নিলেও ছিলেন খরুচে। ১০ ওভারে রান দেন ৫৩।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ