ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

টি-টোয়েন্টির ‘সেরা পাঁচ’ ক্রিকেটারের নাম জানালেন জয়াবর্ধন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ০৩ ২১:০৩:৩৪
টি-টোয়েন্টির ‘সেরা পাঁচ’ ক্রিকেটারের নাম জানালেন জয়াবর্ধন

রশিদ বর্তমানে আইসিসি বোলিং র‍্যাংকিংয়ে পঞ্চম স্থানে আছেন। রশিদের সম্পর্কে জয়াবর্ধনে বলেন, “আমার কাছে টি-টোয়েন্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলেন বোলাররা এবং রশিদ এমন একজন বোলার যে ভালো ব্যাটিংও পারে। সে সাত কিংবা আটে ভালো ব্যাটার এবং পরিস্থিতির ওপর বিবেচনা করেও আপনি তাকে বিভিন্ন স্থানে ব্যবহার করতে পারবেন। সে পাওয়ারপ্লে, মধ্যের ওভারগুলোতেও বোলিং পারে। তাই রশিদ আমার প্রথম পছন্দ।”

বোলারদের ওপর জোর দেওয়া জয়াবর্ধনে দ্বিতীয় বোলার হিসেবে নিয়েছেন পাকিস্তানের শাহীনকে এবং ও তৃতীয় বোলার হিসেবে তার পছন্দ জাসপ্রীত বুমরাহ। বর্তমান টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে শাহীন ১০ম ও বুমরাহ ২৮তম স্থানে আছেন।

শাহীনকে নিয়ে জয়াবর্ধনে বলেন, “তারপর আমি আরও দুইজন বোলারকে নিবো। প্রথমজন হলে, বাঁহাতি পেসার শাহীন। সে বিশ্বকাপে দুর্দান্ত খেলেছিল। নতুন বলে দারুণ বোলিং করে ও সুইং করাতে পারে। সে উইকেটশিকারি বোলার। ডেথ ওভারেও ভালো বল করে। একজন আগ্রাসী বোলার।”

বুমরাহর সম্পর্কে জয়াবর্ধনে বলেন, “বুমরাহ এমন একজন বোলার যার প্রশংসা আমি সবসময়ই করি। সে যেকোনো পরিস্থিতিতে বোলিং করতে পারে এবং একজন উইকেটশিকারি বোলার। যখন আপনি ইনিংস শেষ করতে চান, তখন অপশন হিসেবে বুমরাহর চেয়ে ভালো আর কেউ নেই।”

ওপেনার হিসেবে জয়াবর্ধনের চোখে সেরা বাটলার। আইসিসি টি-টোয়েন্টি বোলিং র‍্যাংকিংয়ে ১৭তম স্থানে আছেন তিনি। জয়াবর্ধনে বলেন, “আমি জসকে দিয়ে ওপেন করাবো। সে খুব আক্রমণাত্মক ব্যাটার এবং পেস ও স্পিন ভালো খেলে। সে এই আইপিএলে এবং সংযুক্ত আরব আমিরাতের কঠিন কন্ডিশনেও বিশ্বকাপে দারুণ খেলেছিল।”

উইকেটরক্ষ হিসেবে রিজওয়ানকে বেছে নিয়েছেন জয়াবর্ধনে। এই সাবেক শ্রীলঙ্কান ক্রিকেটার বলেন, “পরের অপশনটি হলো উইকেটরক্ষক ব্যাটার এবং এখানে আমি রিজওয়ানকে নিবো। আমি জানি সে পাকিস্তানে ইনিংস উদ্বোধন করে তবে আমার মনে হয় সে মিডল অর্ডারেও খেলতে পারবে। সে স্পিন খুব ভালো খেলে এবং খুব ব্যস্ত ক্রিকেটার।”

এছাড়া গেইলের সোনালী সময়ের কথা স্মরণ করে তিনি বলেন, “আমি ৩০ বছর বয়সী ক্রিস গেইলকে বাটলারের সাথে ওপেনিংয়ে নিতাম, সেটি দারুণ হতো। ক্রিস এক জায়গায় দাঁড়িয়ে বাউন্ডারি মারত এবং দৌঁড়ে রান নেওয়ার কাজ জস করত।”

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ