ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

মুম্বাইকে বিশাল রানের টার্গেট দিল দিল্লি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ মে ২১ ২২:১৮:০৮
মুম্বাইকে বিশাল রানের টার্গেট দিল দিল্লি

মুম্বাইকে হারাতে পারলে দিল্লিই উঠে যাবে শেষ চারে। আর দিল্লি যদি হেরে যায়, তাহলে প্লে-অফ তথা শেষ চারে উঠে যাবে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুই। দুই দলের ভাগ্য এখন নির্ভর করছে মুম্বাই ইন্ডিয়ান্সের ওপর।

তবে প্লে-অফে ওঠার জন্য ব্যাট করতে নেমে মুম্বাইর সামনে খুব বড় কোনো লক্ষ্য বেধে দিতে পারেনি দিল্লি ক্যাপিটাস। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে মুম্বাইর সামনে কেবল ১৬০ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে পেরেছে তারা।

টস হেরে ব্যাট করতে নামার পর ওপেনার ডেভিড ওয়ার্নার মোক্ষম সময়ে জ্বলে উঠতে পারেননি। ৬ বলে ৫ রান করে বিদায় নেন। মিচেল মার্শ আরও হতাশ করেন। তিনি মারেন গোল্ডেন ডাক। শূন্য রানে আউট হয়ে যান।

পৃথ্বি শ ২৩ বলে করেন ২৪ রান। অধিনায়ক রিশাভ পান্ত ৩৩ বল খেলে করেন ৩৯ রান। ৪টি বাউন্ডারির সঙ্গে ১টি ছক্কার মার মারেন তিনি। ৭ বলে ১০ রান করেন সরফরাজ খান।

রোভম্যান পাওয়েল ৩৪ বলে করেন ৪৩ রান। ১টি বাউন্ডারির সঙ্গে তিনি মারেন ৪টি ছক্কার মার। অক্ষর প্যাটেল করেন ১৯ রান। শার্দুল ঠাকুর ৪ রান করে আউট হন। ১ রানে অপরাজিত থাকেন কুলদিপ যাদব। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৫৯ রান সংগ্রহ করে দিল্লি।

মুম্বাইর হয়ে ৩ উইকেট নেন জসপ্রিত বুমরাহ। ২ উইকেট নেন রামানদিপ সিং এবং একটি করে উইকেট নেন ড্যানিয়েল শামস ও মায়াঙ্ক মার্কান্ডে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ