ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, জেনেনিন খেলাটি বাংলাদেশ থেকে সরাসরি দেখবেন যেভাবে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুন ০৫ ১৭:১৫:৪৬
আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা, জেনেনিন খেলাটি বাংলাদেশ থেকে সরাসরি দেখবেন যেভাবে

স্প্যানিশ ক্লাব ওসাসুনার ঘরের মাঠ এল সাদার স্টেডিয়াম, প্যাম্পলোনায় হবে আর্জেন্টিনা-এস্তোনিয়ার এই ম্যাচটি। দুই দল এর আগে কখনও কোনো প্রীতি কিংবা প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয়নি।

২০১৯ সালের কোপা আমেরিকার সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরেছিল আর্জেন্টিনা। এরপর থেকে টানা ৩২ ম্যাচ অপরাজিত থেকে এস্তোনিয়ার বিপক্ষে নামছে আলবিসেলেস্তেরা। সবশেষ ইতালির বিপক্ষে তাদের জয় ছিল ৩-০ গোলে।

অন্যদিকে এস্তোনিয়াও জিতেছে নিজেদের সবশেষ ম্যাচ। উয়েফা নেশনস লিগের ম্যাচে সান মারিনোকে ২-০ গোলে হারিয়েছে তারা। সবমিলিয়ে নিজেদের শেষ নয় ম্যাচে দুই জয় ও দুই ড্র করেছে এস্তোনিয়া, হেরেছে বাকি পাঁচ ম্যাচ।

এই ম্যাচটিতে নিয়মিত একাদশের প্রায় সবাইকেই বিশ্রাম দিচ্ছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। হাঁটুর ইনজুরিতে আগেই ছিটকে গেছিলেন দলের এক নম্বর গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। চোটের কারণে খেলতে পারবেন না মিডফিল্ডার লেয়ান্দ্র পারেদেস ও ফরোয়ার্ড অ্যাঞ্জেল কোররেয়া।

আর্জেন্টিনা-এস্তোনিয়ার প্রীতি ম্যাচটি সরাসরি দেখা যাবে ডিরেক্ট টিভি স্পোর্টস (DirectTV Sports) চ্যানেলে। যা বাংলাদেশ থেকে দেখা যায়। তাই অনলাইনে ডিরেক্ট টিভি অ্যাপ (DirectTV App) নামিয়েও উপভোগ করা যাবে ম্যাচটি।

এস্তোনিয়ার বিপক্ষে আর্জেন্টিনা সম্ভাব্য একাদশ: ফ্রাংকো আরমানি, নাহুয়েল মোলিনা, জার্মান পেজ্জেল্লা, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস আকুনা, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, আলেজান্দ্রো গোমেজ, লিওনেল মেসি, হোয়াকিন কোররেয়া ও হুলিয়ান আলভারেজ।

আর্জেন্টিনার বিপক্ষে এস্তোনিয়ার সম্ভাব্য একাদশ: কার্ল হেইন, মার্টেন কুসক, জোনাস ট্যাম, ক্যারল মেটস, সার্জেই জেনজভ, কোন্সতান্তিন ভাসিলজেভ, ম্যাথিয়াস কেইট, ভ্লাসি সিনিয়াভস্কি, ভ্লাদিসলাভ ক্রেইদা, রবার্ট কিরস ও এরিক সোরগা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ