ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ম্যাচসেরা হয়ে ইতিহাস গড়লেন ম্যাকগ্রা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২২ ১২:০৬:১৮
ম্যাচসেরা হয়ে ইতিহাস গড়লেন ম্যাকগ্রা

আয়ারল্যান্ডে চলমান ত্রিদেশীয় সিরিজের ম্যাচে বৃহস্পতিবার স্বাগতিকদের বিপক্ষে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি হাঁকিয়েছেন ম্যাকগ্রা। আর আউট হয়েছেন প্রথমবারের মতো। চার ইনিংসে তার মোট সংগ্রহ ২৪৭ গড়ে ২৪৭ রান, সর্বোচ্চ ইনিংস ৯১ রানের।

ব্রিডি ক্রিকেট ক্লাবে হওয়া ম্যাচটিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৮২ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। জবাবে ৭ উইকেট হারিয়ে ১৮৩ রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। ম্যাকগ্রার সঙ্গে অধিনায়ক ম্যাগ ল্যানিংয়ের কার্যকরী ব্যাটিংয়ে ৬৩ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া।

মাত্র ৩১ রানে ২ উইকেট হারানোর পর তৃতীয় উইকেটে ১৩৫ রানের জুটি গড়েন ল্যানিং ও ম্যাকগ্রা। যা তৃতীয় উইকেটে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রানের জুটির রেকর্ড। মাত্র ৪৫ বলে ১১ চারের মারে ৭০ রান করে আউট হন ম্যাকগ্রা। ল্যানিং খেলেন ৯ চার ও ২ ছয়ে ৪৯ বলে ৭৪ রানের ইনিংস।

পরে বোলিংয়ে নেমে অস্ট্রেলিয়ার পক্ষে দুইটি করে উইকেট নেন মেগান স্কাট, জেস জোনাসেন ও অ্যালানা কিং। এ দুই উইকেটের সুবাদে অ্যালিসা পেরির পর অস্ট্রেলিয়ার দ্বিতীয় বোলার হিসেবে ১০০ উইকেট নেন স্কাট। সবমিলিয়ে নারী টি-টোয়েন্টিতে ১০০ উইকেট নেওয়া সপ্তম বোলার তিনি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ