ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

ক্রিকেটকে ফুটবলের মতো চালানোর খেসারত দিতে হবে: রমিজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২২ ১৪:১১:১৭
ক্রিকেটকে ফুটবলের মতো চালানোর খেসারত দিতে হবে: রমিজ

দায়িত্ব নেওয়ার পর থেকেই বারবার বোর্ডের পলিসি ও সিদ্ধান্ত বাস্তবায়নের বিষয়ে জোর দিয়েছেন রমিজ। হাতে ক্ষমতা থাকার পরেও তিনি সবসময় চেষ্টা করেছেন জাতীয় দলের ওপর হস্তক্ষেপ না করতে- স্থানীয় সংবাদমাধ্যমে পিসিবি সভাপতি নিজেই এ কথা জানিয়েছেন।

রমিজ বলেছেন, ‘আমি কখনও দল গঠবা বা বাছাইয়ে হস্তক্ষেপ করিনি। যদিও আমি এটি করতে পারতাম। এটি আমার অধিকার। তবে আপনার অধিনায়ক যদি যথেষ্ট শক্ত না হয়, তাহলে আপনার দল উন্নতি করতে পারবে না।’

এসময় বিশ্ব ক্রিকেটের বর্তমান অবস্থা নিয়েও কথা বলেন রমিজ। তার মতে, অনেকে ক্রিকেটকে ফুটবলের মতো চালানোর চেষ্টা করছেন। ফুটবলে যেমন জাতীয় দলের খেলার চেয়ে ক্লাবের খেলাই বেশি প্রাধান্য পায়, ক্রিকেটেও সেই চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন রমিজ।

এর পরিণতি ভালো হবে না জানিয়ে তিনি বলেন, ‘অনেক মানুষ আছে যারা ক্রিকেটকে ফুটবলের মতো চালানোর চেষ্টা করছে। অনেক দেশ এটি করছেও। নিজেদের বাৎসরিক সূচি সাজাতে গেলে খুব শিগগির তারা বুঝতে পারবে তারা কী (ভুল) করেছে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ