ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে: খাওয়াজা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২২ ১৪:২০:২৪
ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে: খাওয়াজা

আন্তর্জাতিক ক্রিকেটে সিরিজের পর সিরিজ থাকায় ক্রিকেটাররা সেভাবে বিশ্রামের সুযোগ পাচ্ছেন না। শারীরিক ও মানসিক ধকল কমাতে এ কারণেই ওয়ানডে ক্রিকেট ছাড়েন স্টোকস। সাম্প্রতিক সময়ে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের ব্যস্ত সূচি দেখে শঙ্কা প্রকাশ করেন অনেক ক্রিকেটারও।

এদিকে সাম্প্রতিক বছরগুলোতে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে টি-টোয়েন্টি ক্রিকেট। বিশ্বজুড়ে চলছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের রাজত্ব। যেখানে ক্রিকেটাররা অল্প কদিন খেলেই বেশি অর্থ উপার্জন করছেন। খাওয়াজার মতে, সবকিছু মিলে অনেক পিছিয়ে আছে ওয়ানডে ক্রিকেট।

অস্ট্রেলিয়ার টেস্ট ব্যাটার বলেন, 'আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, কিছু মানুষকে আমি চিনি- যারা এখনও টেস্ট ক্রিকেটকেই শীর্ষে রাখবে। তারপর আসে টি-টোয়েন্টি ক্রিকেট। বিশ্বের বিভিন্ন দেশে টি-টোয়েন্টি নিয়ে লিগ হচ্ছে। এটা খুবই বিনোদনের সংস্করণ। সবাই এটা ভালোবাসে। তারপর আসে ওয়ানডে ক্রিকেট।'

'আমি মনে করি, র‍্যাঙ্কিংয়ে সব ফরম্যাটের ক্রিকেটের মধ্যে ওয়ানডেই তিনে থাকবে। আমার আরও মনে হয়, ওয়ানডে ক্রিকেট ধীরে ধীরে মরে যাচ্ছে। টেস্ট ক্রিকেট তার অবস্থান শক্তভাবে ধরে রেখেছে। আমার মনে হয়, দুইটাই (টেস্ট ও টি-টোয়েন্টি) খুব ব্যালেন্সড। এখন আপনি আপনাকে জিগ্যেস করতেই পারেন ওয়ানডে কী দিচ্ছে!'

কিছুদিন আগে অশ্বিন বলেছিলেন, ওয়ানডে ক্রিকেট ম্যাচ চলার সময় বিরক্ত হয়ে টিভিই বন্ধ করে দেন তিনি। খাওয়াজা অবশ্য তেমন কিছু বললেন না। তবে ওয়ানডে বিশ্বকাপ ছাড়া এই সংস্করণে তেমন কিছু দেখার নেই বলেও মনে করেন তিনি।

৩৫ বছর বয়সী খাওয়াজা আরও বলেন, 'অবশ্য একটা বিশ্বকাপ আছে (২০২৩ সালে)। এটা মজার ব্যাপার, দেখতে ভালো লাগে। কিন্তু এটা ছাড়া আমার মনে হয় না ওয়ানডে ক্রিকেটের পক্ষে থাকব।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ