ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

'টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের বিপর্যয় সামলাবে কোহলি'

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২৩ ১৪:৫৯:৫১
'টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের বিপর্যয় সামলাবে কোহলি'

কোহলি এতদিন বড় ইনিংস খেলতে না পারলেও রান পাচ্ছিলেন নিয়মিত। তবে সাম্প্রতিক সময়ে কোহলির ব্যাটে যেন মহামারি! টেস্টে নিজের সর্বশেষ ৬ ইনিংসে একবারও হাফ সেঞ্চুরির দেখা পাননি। শেষবার শতকের দেখা পেয়েছিলেন প্রায় ৩২ মাস আগে! তিন বছরের ব্যবধানে এখন প্রশ্ন উঠছে কোহলির ফর্ম নিয়েও।

ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ খেলে কোহলি রান করেন স্রেফ ১ ও ১১। এরপর প্রথম ওয়ানডেতে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি। উইকেটে সেট হয়েও ১৬ রান করে সাজঘরে ফিরেছেন এই টপ অর্ডার ব্যাটার। সবমিলিয়ে এই সিরিজেও রানে ফিরতে পারেননি কোহলি।

অজিত বলেন, 'এটা অপরিপক্ক সিদ্ধান্ত (কোহলিকে বাদ দেয়া), এতে আমার কোন সন্দেহ নেই। সে রান পাচ্ছে না, তবে অন্য কয়েকজন ভালো পারফর্ম করছে। অস্ট্রেলিয়া বিশ্বকাপে ভারতের যদি (দ্রুত) দুই উইকেট পড়ে যায় তাহলে আপনি সেখানে বিরাট কোহলিকে খেলাতে চাইবেন। কারণ সে জানে কীভাবে বড় মঞ্চে চাপের মধ্যে ব্যাট করতে হয়।'

ভারতের পাইপলাইন এখন বিশ্বের অন্যতম শক্তিশালী। তাই দলে সুযোগ পেতে ক্রিকেটারদের কঠিন লড়াই করতে হয়। কোহলি যে বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তা দলের জন্যও ইতিবাচক নয়। তবে অভিজ্ঞতা আর অতীত পারফরম্যান্স বিবেচনায় দলে তার জায়গা নিয়ে কথা বলা উচিত নয় বলে মনে করেন অজিত।

কোহলির সাম্প্রতিক পারফরম্যান্স প্রসঙ্গে ভারতের সাবেক এই ক্রিকেটার বলেন, 'আমি নিশ্চিত যে, তাকে নিয়ে একটু উদ্বেগ আছে। কিন্তু বিরাট কোহলিকে পরিবর্তন করা নিয়ে অনেক কথা হচ্ছে, আমি মনে করি, এটা ঠিক নয়।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ