ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ ১৪৯, ১০৮, ১৭৮, ভারত ৩০৫

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ জুলাই ২৩ ১৯:২১:৫৭
বাংলাদেশ ১৪৯, ১০৮, ১৭৮, ভারত ৩০৫

৩০৫ রান করে ভারতকে ভয় পাইয়ে দেওয়া ওয়েস্ট ইন্ডিজ কিন্তু বাংলাদেশের বিপক্ষে কোনো ম্যাচেই ২০০ রান করতে পারেনি। তামিম ইকবালের দলের বিপক্ষে প্রথম ম্যাচে নিকোলাস পুরানরা করেছিলেন ১৪৯ রান, ৪১ ওভারে। দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা অলআউট হয় ১০৮ রানে। তৃতীয় ও শেষ ম্যাচেও অলআউট হয়, এবার ১৭৮ রানে।

বাংলাদেশের বিপক্ষে ২০০ করতে না পারা ক্যারিবীয়রা কী করে ভারতের বিপক্ষে ৩০০ ছাড়িয়ে গেল? ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোয় প্রথম ওয়ানডে শেষে এমন প্রশ্ন শুনতে হল ভারতের অলরাউন্ডার যুজবেন্দ্র চাহালকে। জন্মদিনে কষ্টেসৃষ্টে পাওয়া জয়ের পর সংবাদ সম্মেলনে চাহাল জানালেন, বাংলাদেশ গায়ানার যে ভেন্যুতে (প্রভিডেন্স) খেলেছিল, সেখানে উইকেট ছিল স্পিনবান্ধব। আর এ কারণেই নাকি নিকোলাস পুরানরা বাংলাদেশের বিপক্ষ ব্যর্থ হয়েছেন।

ভারতীয় লেগ স্পিনার বলেন, 'বাংলাদেশের বিপক্ষে পিচ আলাদা ছিল। সেই পিচে স্পিন ছিল। তবে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদেরও কৃতিত্ব দিতে হবে। মিডল অর্ডারে ওরা ভালো খেলেছে। যদিও দুই-একটা উইকেট গেলে ওরা চাপে পড়ে যেত।'

শেষ ওভারে জয়ের জন্য ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন ছিল ১৫ রান। মোহাম্মদ সিরাজের করা ওভারে লক্ষ্যে প্রায় পৌঁছেই গিয়েছিলেন রোমারিও শেফার্ড। তবে চাহালরা আত্মবিশ্বাসী ছিলেন, সিরাজ ভারতকে জিতিয়েই মাঠ ছাড়বেন।

তিনি বলেন, 'আমাদের আত্মবিশ্বাস ছিল সিরাজ ১৫ রান আটকাতে পারবে। (শেষ ওভারে) স্যামসন যখন ওয়াইড বল সেভ করেছিল, এটা আমাদের আত্মবিশ্বাস বাড়ি তুলেছিল।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ