ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

স্টোকস-ফোকসের সেঞ্চুরিতে উল্টো বিপদে দক্ষিণ আফ্রিকা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২৭ ১১:১৭:০৫
স্টোকস-ফোকসের সেঞ্চুরিতে উল্টো বিপদে দক্ষিণ আফ্রিকা

দ্বিতীয় দিনের শুরুর ভাগেই জনি বেয়ারস্টোর উইকেট হারায় ইংল্যান্ড। ইনফর্ম এই ব্যাটারের ব্যাটে আসে ৪৯ রান। অ্যানরিখ নরকিয়ার বলে প্রথম স্লিপে সারেল এরউয়েকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।

তার এক ওভার পরেই ওপেনার জ্যাক ক্রলির উইকেট হারায় স্বাগতিকরা। ১০১ বলে ৩৮ রান করে উইকেটরক্ষক কাইল ভেরাইনিকে ক্যাচ দিয়ে ফেরেন ক্রলি। তারপর হাল ধরেন স্টোকস এবং ফোকস।

এই দুজনের জুটিতে ইংল্যান্ড তোলে ১৭৩ রান। ইংল্যান্ডের ইনিংসে গতিপথ বদলে গেছে এই ইনিংসে। ১৬৩ বলে ছয়টি চার ও তিনটি ছক্কায় ১০৩ রান করে ফেরেন স্টোকস। তিনি ফেরার পরও ইংলিশ টেল এন্ডারদের নিয়ে দলের রান বাড়িয়ে যান ফোকস।

এক সময় সেঞ্চুরি পেয়ে যান তিনিও। ২০১৭ বলে ৯টি চারে ১১৩ রান করে অপরাজিত থাকেন ফোকস। শেষদিকে স্টুয়ার্ট ব্রড ২১, অলি রবিনসন ১৭ এবং জ্যাক লিচ ১১ রান করেন। অতিরিক্তর খাতা থেকে আসে ২৭ রান। ৯ উইকেটে ৪১৫ রান করে ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড।

সাউথ আফ্রিকার বোলারদের মধ্যে তিন উইকেট নেন নরকিয়া। দুটি করে উইকেট নেন কাগিসো রাবাদা এবং কেশভ মহারাজ। দলটির হয়ে তৃতীয় দিন শুরু করবেন এরউয়ে (১২*) এবং ডিন এলগার (১১*)।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ