ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

মাঠে নামার আগে সব দলকে কঠিন সতর্ক বার্তা দিলেন মোহাম্মদ নবি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২৭ ১৫:৫৪:৩৫
মাঠে নামার আগে সব দলকে কঠিন সতর্ক বার্তা দিলেন মোহাম্মদ নবি

ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কার মতো বড় দলগুলোর সঙ্গে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ হয় না আফগানদের। এশিয়া কাপে সেই সুযোগ মিলছে রশিদ-নবিদের। সেই সুযোগ শতভাগ কাজে লাগাতে চান তারা।

নবি বলেন, 'অনেক বছর ধরেই দুবাই-শারজা আমাদের হোম গ্রাউন্ড। আমাদের জন্য এটা ভালো খেলার দারুণ সুযোগ। আমাদের স্পিন অ্যাটাকের বিশ্বজোড়া খ্যাতি আছে। রশিদ-মুজিব আছে, মাঝেমাঝে আমিও একটুআধটু করি (হাসি)। দলের কম্বিনেশনও দারুণ। বোলিংয়েই আমাদের নির্ভরতা বেশি কারণ এটাই আমাদের শক্তির জায়গা। এবার রান তাড়া করতেও সর্বোচ্চ চেষ্টা করব।'

'বড় দলগুলোর বিপক্ষে আমরা বেশি ম্যাচ খেলার সুযোগ পাই না। টুর্নামেন্টগুলোতেই শুধু ওদের সাথে খেলতে পারি। আমরা ম্যাচগুলো হেরে যাই শেষমুহুর্তে এসে। এবার আমরা পুরো প্রস্তুত হয়েই এসেছি। ছোট ছোট ভুলগুলো এবার যেন না হয়। সম্প্রতি আয়ারল্যান্ডের কাছে ছোট ছোট ভুলের কারণে সিরিজ হেরেছি। এশিয়া কাপে মানিয়ে নিতে আমরা এক সপ্তাহ আগে এসেছিলাম। আশা করি এবার আগের চেয়ে ভালো করব।'

এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। সাকিব আল হাসানের বাংলাদেশকে কোনোভাবেই খাটো করে দেখছেন না নবি।

তিনি বলেন, 'সাকিবের নেতৃত্ব নতুন কিছু নয়। সে বাংলাদেশের সিনিয়র ক্রিকেটার। সে এক নম্বর অলরাউন্ডার। বাংলাদেশের সেরা খেলোয়াড়ও সে। আগেও সে অধিনায়ক ছিল। বাংলাদেশ দলে তার বড় ভূমিকা রয়েছে। আমরা আশা রাখি সুপার ফোরে কোয়ালিফাই করব। দুই দলই কঠিন প্রতিপক্ষ। তারা সংযুক্ত আরব আমিরাতে অনেক খেলেছে। আমরা তাদের বিপক্ষে আমাদের শতভাগ দিব।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ