ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

এক ম্যাচ জিতেই সুপার ফোর নিশ্চিত করলো আফগানিস্তান, দেখেনিন হিসাব নিকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২৮ ১০:৩৮:৫৪
এক ম্যাচ জিতেই সুপার ফোর নিশ্চিত করলো আফগানিস্তান, দেখেনিন হিসাব নিকাশ

বিশাল এই জয়ে বলা যায় আন অফিসিয়ালি সুপার ফোরেও জায়গা নিশ্চিত করেছে আফগানরা। নিয়মানুযায়ী দুই গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে৷ প্রতি দলের জন্য ম্যাচ দুটি৷ যেখানে আফগানিস্তান প্রথম ম্যাচ ৫৯ বল হাতে রেখে জেতায় অন্য দলের সাথে নেট রান রেটের পার্থক্যটা হবে অনেক।

১ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে আফগানিস্তান। তাদের পরবর্তী ম্যাচ বাংলাদেশের সাথে। সেই ম্যাচে তারা যদি হেরেও যায় তবুও সমস্যা থাকবেনা খুব একটা। কেননা আফগানিস্তানের বর্তমান নেট রান রেট +৫.১৭৬। ম্যাচটিতে খুব বড় ব্যবধানে হারলেও আশা থাকবে তাদের। কেননা পরের ম্যাচে বাংলাদেশ বা শ্রীলঙ্কা যে দলই হারুক নেট রেটের ব্যবধানে হয়ত এগিয়ে থাকবে আফগানিস্তানই।

কেননা শ্রীলঙ্কার নেট রান রেট এখন -৫.১৭৬। বাংলাদেশ যদি আফগানিস্তানের সাথে হেরে যায় তবে সেই ম্যাচে বাংলাদেশকে হারালেই চলবে লঙ্কানদের। আর বাংলাদেশ আফগানিস্তানকে হারিয়ে দিলে অবিশ্বাস্য কিছু ঘটিয়ে বড় ব্যবধানে জিতলে তবেই সুপার ফোরে যাবে লঙ্কানরা। অন্যথায় সুপার ফোরে যাবে বাংলাদেশ ও আফগানিস্তান।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ