ভারত-পাকিস্তান ম্যাচ : ব্যাট-বলের চেয়েও বাকযুদ্ধ যেখানে বেশি

বর্তমান সময়টা চলে এসেছে ইন্টারনেটের দখলে। বিভিন্ন রকমের সামাজিক যোগাযোগেরমাধ্যম দখল করে রেখেছে মানুষের অবসর সময়। সেখানেও দেখা যায়, ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চলে নানা রকম তর্কযুদ্ধ। এমনকি ম্যাচটি ঘিরে বিভিন্নরকম ট্রলে ভরে যায় সেইসব মাধ্যমগুলো।
অথচ ব্যাট-বলের লড়াইয়ে দুই দলের মধ্যে পার্থক্য যেন বেশ বেড়ে গেছে এখন। তিন ফরম্যাট মিলিয়ে ভারত-পাকিস্তানের পরিসংখ্যান ঘাটলে দেখা যায় ২০০ ম্যাচের মধ্যে ৮৭টি জয় নিয়ে এখনও বেশ এগিয়ে পাকিস্তান। অন্যদিকে ভারতের জয় ৭০টি।
কিন্তু গত ৮ বছরের ইতিহাস ঘাটলে চিত্রপট বদলে যাচ্ছে একদমই। দুই দলের মধ্যকার শেষ ১০ ম্যাচে ভারত জয়ের দিক থেকে পাকিস্তানের চারগুণ বেশি এগিয়ে। পাকিস্তানের মাত্র দুটি জয়ের বিপরীতে ভারত জিতেছে আটটি। তবে তারচেয়ে বড় বিষয় দুই দলের ম্যাচগুলো হয়েছে একপেশে।
ভারতের জেতা ৮ ম্যাচে পাকিস্তানকে দাঁড়াতে দেয়নি দলটি। অন্যদিকে নিজেদের পাওয়া দুই জয়ে পাকিস্তানও দেখিয়েছে আধিপত্যের সর্বোচ্চটা। তবে এই ২ জয়ে পাকিস্তানই ছিল সবচেয়ে বেশি সৌভাগ্যবান। এর মধ্যে একটি ছিল আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির শিরোপার লড়াই।
অন্য ম্যাচটি ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে জয়। ভারতের বিপক্ষে ২০২১ সালের সেই জয় ছিল দুই দলের মধ্যকার শেষ সাক্ষাৎকার। আর এই জয় দিয়ে প্রথমবারের মতো ভারতের বিপক্ষে বিশ্বকাপের মঞ্চে প্রথম কোনো জয়ের দেখা পেয়েছিল পাকিস্তান।
দুই দলের মধ্যকার রাজনৈতিক বৈরিতার কারণে বর্তমানে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দেখা যায়নি দল দুটোকে। যার ফলে দীর্ঘ এক বছর পর এশিয়া কাপের মঞ্চ দিয়ে আবারও ব্যাট-বলের লড়াইয়ে মাঠে নামছে ভারত-পাকিস্তান।
দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে মাঠে নামার আগে পরিষ্কার ফেভারিট রোহিত শর্মার ভারত। দলটির ব্যাটিং লাইন আপ সমৃদ্ধ রোহিত, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পান্তের মতো তারকা দিয়ে। এরমধ্যে রোহিত আর কোহলি নিজের সেরা ফর্মে না থাকলেও বড় তারকারা বড় মঞ্চে ঠিকই জ্বলে উঠতে সময় নেন না।
এদিকে সূর্যকুমার, দীপক হুদা কিংবা ঋষভরা আছেন দুর্দান্ত ফর্মে। পাকিস্তানের তুলনায় ভারত পেস বোলিং ইউনিটে কিঞ্চিৎ অনভিজ্ঞ বোলার নিয়ে নামলেও সাম্প্রতিক সময়ে নিজেদের দারুণভাবে প্রমাণ করেছেন আবেশ খান, আর্শদ্বীপরা।
এছাড়াও ভারতীয় দলে যুজবেন্দ্র চাহাল কিংবা রবীন্দ্র জাদেজা বাড়তি সুবিধা দেবে দলটিকে।
এদিকে ভারতের বিপক্ষে এই ম্যাচে মাঠে নামার আগে পাকিস্তানের জন্য সবচেয়ে বড় আত্মবিশ্বাস হয়ে দেখা দেবে সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে জয়। আজকের ভেন্যু দুবাইতে সেই জয় পেয়েছিল পাকিস্তান। ১০ উইকেটে জয় পাওয়া সেই ম্যাচের দুই সেরা ব্যাটার বাবর আজম-মোহাম্মদ রিজওয়ান এখনো আছেন দারুণ ফর্মে।
তবে দলটির সবচেয়ে বড় দুঃখের কারণ পেসার শাহীন শাহ আফ্রিদিকে না পাওয়া। সেই ম্যাচে শাহীন একাই ভারতের টপ অর্ডার ধ্বসিয়ে দিয়েছিলেন। এদিকে পাকিস্তানের মিডল অর্ডার বর্তমানে নেই সেরা ছন্দে। যার ফলে ভারত বাধা টপকাতে হলে যথারীতি আজও ব্যাট হাতে জ্বলে উঠতে হবে পাকিস্তানের অধিনায়ক বাবরকে।
আজ রাত ৮টায় দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করা হবে ম্যাচটি। বাংলাদেশে ম্যাচটি দেখাবে জিটিভি এবং নাগরিক টিভি। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে চলমান তর্কযুদ্ধের চেয়েও ব্যাট-বলের লড়াই কী সবচেয়ে বড় আলোচনায় আসে কিনা, সেটিই এখন দেখার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখুন এখানে
- এইমাত্র শেষ হলো বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ দেখুন স্কোর
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: জানুন হেড টু হেড পরিসংখ্যান
- শিক্ষকদের জন্য সুখবর: বাড়ল বাড়ি ভাড়া
- চলছে বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ: পাওয়ার প্লেতে ৩ উইকেট, লাইভ দেখুন এখানে
- দুই কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা আসছে ডিভিডেন্ড
- মশিউর সিকিউরিটিজের লেনদেন স্থগিত, বিনিয়োগকারীদের শেয়ার স্থানান্তরের নির্দেশ ডিএসইর
- আজ বাংলাদেশ বনাম আফগানিস্তান ৩য় টি-২০ ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সরকারি চাকরিজীবীদেরজন্য সুসংবাদ! ১০ বছর পর বেতন দ্বিগুণ হচ্ছে
- শেয়ারবাজারে নতুন উদ্দীপনা: 'বুল রান'-এর ঝলক, তবে সতর্কতার মিশ্রণ
- নতুন বেতন কাঠামোতে নতুন বড় চমক: গ্রেড কম, বেতন বেশি!
- শেয়ারবাজারে 'স্বাভাবিক সংশোধন', কমেছে সূচক তবে বেড়েছে লেনদেন
- আফগানিস্তানকে নাকানি-চোবানি খাইয়ে সিরিজে স্পিনার হলেন ম্যান অফ দ্যা সিরিজ!