ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

দল নিয়ে চিন্তিত, তবে কাউকে ভয় পাই না: পাপন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২৮ ১৪:৪৪:২৯
দল নিয়ে চিন্তিত, তবে কাউকে ভয় পাই না: পাপন

আয়োজক দেশ শ্রীলঙ্কাকে গুঁড়িয়ে দিয়ে ৮ উইকেটের দুর্দান্ত জয়ে আসর শুরু করেছে আফগানিস্তান। টিম হোটেলে খেলোয়াড়দের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে ম্যাচটিও দেখা হয়েছে পাপনের। আফগানিস্তানের এমন আগ্রাসী ক্রিকেট দেখে নিজ দলকে নিয়ে চিন্তায়ই পড়ে গেছেন বিসিবি সভাপতি।

তবে কোনো দলকেই ভয় পান না বলে সাফ জানালেন পাপন। টিম হোটেলে দলের সঙ্গে দেখা করার পর উপস্থিত সাংবাদিকদের তিনি বলেছেন, ‘দলের সবার সঙ্গে দেখা করতে এসেছিলাম। খেলাটাও (আফগানিস্তান-শ্রীলঙ্কা) দেখা হলো। আসলে আমি নিজের দলকে নিয়েই চিন্তিত।’

পাপন আরও বলেন, ‘সব সময় বলেছি আফগানিস্তানকে ছোট করে দেখা যাবে না। টি-টোয়েন্টি ওরা খুব শক্তিশালী। তবে আমাদের প্রত্যেক খেলোয়াড়কে দেখে চাঙা ও আত্মবিশ্বাসী মনে হয়েছে। আমরা কাউকে ভয় পাই না, এটা হলো বড় কথা। আমরা প্রথম ম্যাচটাই জিততে চাই। যাতে টুর্নামেন্টে একটা ভালো অবস্থানে থাকা যায়।’

শুধু আফগানিস্তান নয়, টুর্নামেন্টের সবগুলো দলই ভালো বলে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি। মঙ্গলবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়েই নিজেদের যাত্রা শুরু করবে টাইগাররা। এই ম্যাচটি জিতে গেলে সামনের ম্যাচগুলোও জেতা সম্ভব বলে মনে করেন পাপন।

তার ভাষ্য, ‘প্রত্যেকটা ভালো দল। আমাদের কাছে প্রতিটি ম্যাচ গুরুত্বপূর্ণ। এখন যেহেতু আফগানিস্তানের বিপক্ষে আমাদের প্রথম ম্যাচ, আমরা এটার ওপরেই মনোযোগ দিচ্ছি। এটা যদি আমরা জিতে চাই, তাহলে শ্রীলঙ্কার সাথেও জিতবো, সবগুলোই জিতবো ইনশাআল্লাহ্।’

এদিকে শনিবার রাতে আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে এশিয়া কাপের জন্য সাকিব আল হাসানের সহ-অধিনায়ক হিসেবে আফিফ হোসেন ধ্রুব নাম ঘোষণা করা হয়েছে। উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ফিট থাকলে তার কাঁধেই এ দায়িত্ব উঠতো বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।

তিনি বলেছেন, ‘হ্যাঁ আফিফকে আজকে (শনিবার) সহ-অধিনায়কত্ব দেওয়া হলো। তবে শুধুমাত্র এশিয়া কাপের জন্য। আমাদের আগে তো ছিলো সোহান। সে এখন দলে নাই। আমরা এই সহ-অধিনায়ক প্রতিটা ফরম্যাটেই দেওয়ার চিন্তা করছি। তো আজকে এশিয়া কাপের জন্য ঘোষণা করে দেওয়া হলো।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ