ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশকে চমর অপমান করলো মোহাম্মদ নবী

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২৮ ১৬:২৫:৫১
শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়ে বাংলাদেশকে চমর অপমান করলো মোহাম্মদ নবী

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামী ৩০ আগস্ট বাংলাদেশের বিপক্ষে খেলবে আফগানিস্তান। এর আগে বাংলাদেশকে একপ্রকার হুমকিই দিয়ে রাখলেন দলটির অধিনায়ক মোহাম্মদ নবী। বাংলাদেশের বিপক্ষে ম্যাচটির প্রসঙ্গে তিনি জানান, ‘শ্রীলঙ্কাকে হারিয়ে দলের মনোবল বেড়ে গেছে। আশা করি বাংলাদেশের বিপক্ষে আমরা আরও ভালো করব।’

এই ম্যাচের ভেন্যু শারজাহ। আরব আমিরাতের অন্যান্য ভেন্যুতে স্পোর্টিং উইকেট দেখা গেলেও শারজার উইকেট সাধারণত স্পিন সহায়ক। আর এ কারণেই আফগান অধিনায়ক মোহাম্মদ নবী মনে করেন, ৩০ আগস্টের ম্যাচে দুই দলই সমান সুবিধা পাবে।

দীর্ঘ সময় ধরে আফগানিস্তান আরব আমিরাতকে হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে। এশিয়া কাপের অন্যতম ভেন্যু শারজা তাই দলটির কাছে অনেক চেনা ভেন্যু, চিরচেনা শারজার উইকেটও। নবী অবশ্য দাবি করলেন, বাংলাদেশের উইকেটও শারজার মতোই।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে অনেক ক্রিকেট খেলেছি। এখনও হলফ করে বলতে পারছি না শারজার উইকেট কেমন হয়। কখনো মনে হয়েছে পুরোপুরি ব্যাটিং পিচ, কখনো আবার টার্নিং। বাংলাদেশ তাদের মাটিতে এমন উইকেটেই খেলে। ঘরের মাঠে তারা অনেক ম্যাচ খেলে। আবার আমরাও শারজায় অনেক ম্যাচ খেলেছি। এই মাঠ দুই দলের জন্যই সুবিধাজনক হবে।’

শ্রীলঙ্কাকে পাত্তা না দেওয়া নবী হুংকার দিয়ে রাখলেন, প্রতিপক্ষ যে দলই হোক না কেন- এশিয়া কাপে প্রতিটি ম্যাচেই লড়াকু পারফরম্যান্স উপহার দিতে চায় তার দল।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ