ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

ভারতের ফিল্ডাররা আবেদন করেননি, এমনকি আম্পায়ারও আউট দেননি, তারপরও মাঠ ছাড়লেন ফখর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ আগস্ট ২৮ ২০:৫৬:১৭
ভারতের ফিল্ডাররা আবেদন করেননি, এমনকি আম্পায়ারও আউট দেননি, তারপরও মাঠ ছাড়লেন ফখর

তাতে দুই চারে মাত্র ১০ রানে ফিরে যেতে হয় পাকিস্তানের অধিনায়ককে। এরপর অবশ্য ফখর জামান ও রিজওয়ান মিলে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। তবে সেটা বেশিক্ষণ দীর্ঘস্থায়ী করতে পারেননি। পাওয়ার প্লের শেষ ওভারে আভেষ খানের টানা দুই বলে একটি ছক্কা এবং চার মেরে রানের গতি বাড়ান রিজওয়ান। তবে ইনিংসের পঞ্চম বলে উইকেট হারায় পাকিস্তান।

আভেষ খানের এক্সট্রা বাউন্সারে উইকেটের পেছনে দীনেশ কার্তিকের গ্লাভসে ক্যাচ দিয়ে ফেরেন ফখর। যদিও ভারতের ফিল্ডাররা আবেদন করেননি। এমনকি আম্পায়ার মাসুদুর রহমান মুকুলও আউট দেননি। তবে সততার দৃষ্টান্ত দেখিয়ে নিজে থেকেই মাঠ ছাড়েন ১০ রান করা বাঁহাতি এই ব্যাটার।

সংক্ষিপ্ত স্কোর-

পাকিস্তান- ৫১/২ (৭ ওভার) (বাবর ১০, রিজওয়ান ২২*, ফখর ১০)

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ