ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

নতুন ইতিহাস: টি-২০তে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লেন রিজওয়ান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ সেপ্টেম্বর ২৯ ২০:৫০:৩৯
নতুন ইতিহাস: টি-২০তে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ড গড়লেন রিজওয়ান

সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে ইংল্যান্ড। ইতোমধ্যে খেলা হয়েছে ৫ ম্যাচ। যেখানে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে পাকিস্তান। করাচিতে অনুষ্ঠিত চার ম্যাচের তিনটিতেই তুলে নিয়েছিলেন অর্ধশত। আর গতকাল লাহোরে দেখা পেয়েছেন আসরের চতুর্থ ফিফটির। এর মধ্যদিয়ে তিনি গড়েছেন অনন্য এক কীর্তি। আসরে এখন পর্যন্ত তার সংগ্রহ ৩১৫ রান।

টি-টোয়েন্টিতে দ্বিপক্ষীয় সিরিজে এটাই কোনো ব্যাটারে সর্বোচ্চ রানের রেকর্ড। প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি সিরিজে ৩০০ রানও করলেন তিনি। যে কীর্তি নেই কোহলি, বাবর, রোহিতদেরও। ইংলিশদের বিপক্ষে পাক তারকা যথাক্রমে করেন ৬৮, ৮৮*, ৮, ৮৮ এবং ৬৩ রান।

এর আগে ৪ ইনিংসে ২৮৮ রান করে এককভাবে রেকর্ডটি মালিক ছিল সার্বিয়ার লেসলি ডানবার। ৫ ইনিংসে ২৫৫ রান করে তালিকার তিনে রয়েছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। পাকিস্তান-ইংল্যান্ড সিরিজে যেহেতু এখনো দুই ম্যাচ বাকি আছে রিজওয়ান নিজের এই রেকর্ড কতটা উচ্চতায় তুলতে পারেন সেটাই দেখার বিষয়।

এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে ৫৫ রানের ইনিংস খেলেছিলেন রিজওয়ান। সবমিলিয়ে নিজের শেষ ছয় ম্যাচে ৫টি ফিফটি করেছেন তারকা এই ওপেনার। ৬৩ গড়ে এসময় রিজওয়ান রান করেছেন ৩৭৮। সব মিলিয়ে চলতি মাসে খেলা ১০ টি-টোয়েন্টিতে তার মোট রান ৫৫৩, যা ৭ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে করা ২২৫৮ রানের ২৪.৪৯ শতাংশ!

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ