ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বর্তমানে আয় করা ১০ ফটবলারের তালিকায় শীর্ষে এমবাপে, দেখেনিন মেসি ও রোনালদোর অবস্থান

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ০৮ ১২:৫৪:১২
বর্তমানে আয় করা ১০ ফটবলারের তালিকায় শীর্ষে এমবাপে, দেখেনিন মেসি ও রোনালদোর অবস্থান

গতকাল প্রকাশিত এ তালিকায় দুই কিংবদন্তিকে টপকে শীর্ষে উঠে এসেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপে। গত আট বছরের মধ্যে এই প্রথমবার মেসি-রোনালদোর বাইরে কেউ ধনী ফুটবলারের তালিকায় শীর্ষে উঠলেন।

২০১৮ সালে বার্ষিক মোট আয়ে প্রথমবারের মতো ১০ কোটি ডলার ছাড়িয়ে যান মেসি-রোনালদো। তখন দুজনই বয়সের ঘরে ত্রিশের কোটা পার করেছেন।

অপরদিকে কিলিয়ান এমবাপে মাত্র ২৩ বছর বয়সেই টপকে গেলেন ১০ কোটি ডলারের কোটা। ফোর্বসের হিসাব অনুযায়ী, ২০২২-২৩ মৌসুমে আনুমানিক ১২ কোটি ৮০ লাখ ডলার আয় করবেন এমবাপে।

লিওনেল মেসি আগেই জানিয়েছেন, কাতারেই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ খেলবেন। নভেম্বরে কাতারে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতাতে পারলে মেসির আয় ২০ শতাংশ বাড়বে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ফোর্বস জানিয়েছে, ২০২২-২৩ মৌসুমে ১২ কোটি ডলার আয় হতে পারে ৩৫ বছর বয়সী মেসির, যা তাঁকে সর্বোচ্চ আয়ের তালিকায় দ্বিতীয় স্থানে বসিয়েছে।

অপরদিকে ক্রিস্টিয়ানো রোনালদো মাঠের খেলায় বাজে সময়ের মধ্য দিয়ে গেলেও আয়ে তেমন প্রভাব পড়বে না। স্পনসরের অভাব নেই ম্যানচেস্টার ইউনাইটেড তারকার। আনুমানিক ১০ কোটি ডলার আয় হতে পারে পর্তুগিজ তারকার, যা তাঁকে সর্বোচ্চ আয়কারী ফুটবলারদের তালিকায় তৃতীয় স্থানে বসিয়েছে।

এমবাপে মেসি ও রোনালদোর পরই আছেন পিএসজি তারকা নেইমার (৮ কোটি ৭০ লাখ) ও লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ (৫ কোটি ৩০ লাখ)।

ম্যানচেস্টার সিটির জার্সিতে এই মৌসুমে ঝড় তোলা নরওয়েজীয় তারকা আর্লিং হাল্যান্ড প্রথমবারের মতো আয়ে শীর্ষ দশের মধ্যে উঠে এসেছেন। ফোর্বসের হিসাব অনুযায়ী, এই মৌসুমে আনুমানিক ৩ কোটি ৯০ লাখ ডলার আয় করবেন হাল্যান্ড। তালিকার ছয়ে অবস্থান করছেন সিটি স্ট্রাইকার।

এক নজরে সর্বোচ্চ আয় করা ১০ জন ফুটবলারের তালিকা

কিলিয়ান এমবাপে ১২ কোটি ৮০ লাখ

লিওনেল মেসি ১২ কোটি

ক্রিস্টিয়ানো রোনালদো ১০ কোটি

নেইমার জুনিয়র ৮ কোটি ৭০ লাখ

মোহাম্মদ সালাহ ৫ কোটি ৩০ লাখ

আর্লিং হাল্যান্ড ৩ কোটি ৯০ লাখ

রবার্ট লেভানদোস্কি ৩ কোটি ৫০ লাখ

এডেন হ্যাজার্ড ৩ কোটি ১০ লাখ

আন্দ্রেস ইনিয়েস্তা ৩ কোটি ১০ লাখ

কেভিন ডি ব্রুইন ২ কোটি ৯০

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ