ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

রাজশাহীতে সোহাগ গাজী-সায়েমের জোড়া ফিফটি, দেখেনিন সর্বশেষ স্কোর

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১০ ২২:১৮:৪৩
রাজশাহীতে সোহাগ গাজী-সায়েমের জোড়া ফিফটি, দেখেনিন সর্বশেষ স্কোর

জাতীয় দলের সাবেক ক্রিকেটার সোহাগ গাজী আর তরুণ উইকেটরক্ষক কাম মিডল অর্ডার আবু সায়েমের জোড়া ফিফটিতে বিপর্যয় এড়িয়ে আড়াইশো পেরিয়ে যায় বরিশাল।

এছাড়া বাঁ-হাতি স্পিনার তানভির ইসলামের ব্যাট থেকে আসা হার নামা ৪৩ রানের ইনিংসও বরিশালকে এগিয়ে দেয়। তরুণরা বরিশালকে একটা মোটামুটি অবস্থানে পৌঁছে দিলেও দলটির সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার মোহাম্মদ আশরাফুল কিছুই করতে পারেননি। ও

পেন করতে নেমে আশরাফুল ফিরে গেছেন মাত্র ১ রানে। তার সঙ্গী রাফসান আল মাহমুদ ৩৭ রানে আউট হলেও আশরাফুল কিছুই করতে পারেননি। রাজশাহীর সফল পেসার নাহিদ রানার বলে মিজানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

এছাড়া ফজলে মাহমুদ ২০, সালমান ৮ ও নুরুজ্জামান ১ রানে আউট হলে শক্ত হাতে হাল ধরেন সোহাগ গাজী এবং সায়েম। ১০৭ রানে বরিশাল ইনিংসের অর্ধেকটা শেষ হলে সোহাগ গাজী ৯ বাউন্ডারি আর এক ছক্কায় বল সমান ৫৬ আর কিপার সায়েম ১১৩ বলে ১১ বাউন্ডারিতে ৫৯ রানের একজোড়া সাহসী ইনিংস খেলে বরিশালকে এগিয়ে দেন।

বরিশাল প্রথম ইনিংস: ২৬৯/৯, ৯০ ওভার (রাফসান আল মাহমুদ ৩৭, মোহাম্মদ আশরাফুল ১, ফজলে মাহমুদ ২০, সালমান ৮, নুরুজ্জামান ১, সোহাগ গাজী ৫৬, আবু সায়েম ৫৯, কামরুল ইসলাম ২১, তানভির ইসলাম নটআউট ৪৩, নাহিদ রানা ৪/৩৬, সাঞ্জামুল ইসলাম ২/৬৫ শফিকুল ১/৩৮, ফরাহাদ রেজা ১/৬০ ও এসএম মেহরাব ১/৩৩)।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ