ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বিশ্বকাপের আগে বিশাল বিপদে আফগান ক্রিকেট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১৩ ১৬:২৮:১২
বিশ্বকাপের আগে বিশাল বিপদে আফগান ক্রিকেট

২০২১ সালের আগস্টে দেশটির ক্ষমতাভার তুলে নেয় তালিবানরা। যার ফলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়ে দেশটি। যার ফলে বাইরের থেকে দেশটির ক্রিকেট বোর্ডে অর্থ পাঠানো সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এমন অবস্থায়ও এসিবি তাদের যত আগের বকেয়া ছিল সব পরিশোধ করেছে।

তবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে গত বছরের জুলাই থেকে আইসিসি থেকে কোনো অর্থ পাচ্ছে না এসিবি। যার ফলে বর্তমানে বোর্ডটির যে অবস্থা রয়েছে তাতে ক্রিকেটার, কোচ কিংবা কর্মচারীদের মাত্র ৩০ শতাশং স্যালারি দেওয়া সম্ভব।

এইজন্য আফগান ক্রিকেট বোর্ড আইসিসির সঙ্গে আলাদাভাবে আলোচনাও করেছিল যাতে এই অর্থ পাওয়ার অন্য কোনো উপায় বের করা সম্ভব হয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেক্ষেত্রেও কোনো সমাধান পাওয়া সম্ভব হয়নি। আইসিসি ইতোমধ্যে জানিয়েছে, নির্দিষ্ট প্রক্রিয়া ব্যতীত এই অর্থ আফগানিস্তানে প্রেরণ সম্ভব হয়ে উঠছে না তাদের জন্য।

২০১৬-১৭ মৌসুমে আইসিসির পূর্ণ সদস্যের মর্যাদা পায় আফগানিস্তান। এরপর থেকে পরবর্তী দুই চক্র ২০১৬-২৩ পর্যন্ত আট বছরে মোট ৪০ মিলিয়ন ইউএস ডলার পাওয়ার কথা রয়েছে এসিবির। প্রতিবছর সেই হিসেবে ৫ মিলিয়ন ডলার করে পাওয়ার কথা রয়েছে ক্রিকেট বোর্ডটির। তবে আইসিসির লাভ কমে যাওয়ায় যা ৪.৮ মিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে।

এই অর্থ আইসিসি বছরে দুই ভাগ করে ক্রিকেট বোর্ডটিকে পরিশোধ করার কথা। এরমধ্যে গত বছরের জুলাইতে আইসিসি থেকে সর্বশেষ আড়াই মিলিয়ন ডলার পাওয়ার পর আর কোনো অর্থ পায়নি এসিবি। যার ফলে এই আর্থিক সঙ্কটে পড়েছে আফগান ক্রিকেট বোর্ড।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ