ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

টি-২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কার অনুপ্রেরণা এশিয়া কাপ , অস্ট্রেলিয়ার ভরসা 'ম্যাচ উইনার'

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১৫ ১৯:২২:২৩
টি-২০ বিশ্বকাপ: শ্রীলঙ্কার অনুপ্রেরণা এশিয়া কাপ , অস্ট্রেলিয়ার ভরসা 'ম্যাচ উইনার'

তিনি বলেন, 'দারুণ একটা এশিয়া কাপের পর আমরা অনেক আত্মবিশ্বাসী। আমরা আমাদের ব্যাটিংয়ে ফোকাস করছি। গ্রীষ্মের শুরুতে কন্ডিশন কিছুটা ভিন্ন হতে পারে। এছাড়া বোলাররাও ভালো অবস্থায় আছে। চামিরা ও লাহিরু কুমারা আমাদের মাঝে ফিরে এসেছে যা আমাদের বাড়তি সুবিধা দেবে।'

সেই সঙ্গে নির্দিষ্ট দিনে ভালো খেলার লক্ষ্য নিয়ে শানাকা বলেছেন, 'টি-টোয়েন্টি ক্রিকেটে আপনি কখনোই আগে থেকে জানবেন না কে কখন ভালো করবে। আমি মনে করি যে দল ঐ দিনে ভালো করবে তারাই জিতবে।'

নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসনও একই সুরে কথা বলেছেন। তার দল বিশ্বকাপের গত আসরের রানার্স আপ। তবুও বাকি দলগুলোকে সমীহ করছেন তিনি। উইলিয়ামসন বলেন, 'টুর্নামেন্টে যেকোন দিন যেকোন কিছু ঘটতে পারে। দলগুলো দেখলে বোঝা যায় সবারই প্রচুর ম্যাচ উইনার রয়েছে।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তারা এবার ঘরের মাঠে বিশ্বকাপ খেলবে। নিজেদের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার বিশ্বাস ব্যাটিং-বোলিং দুই বিভাগেই বেশ কয়েকজন ম্যাচ উইনার রয়েছে তার দলে।

ফিঞ্চ বলেন, 'শুধু ১১ জন আপনাকে বিশ্বকাপ এনে দিতে পারবে না। সবারই অবদান রাখতে হবে। আমার মনে হচ্ছে সবদিক থেকেই ভারসাম্যপূর্ণ একটি দল রয়েছে আমাদের। ব্যাটিং ও বোলিং উভয় বিভাগেই আমাদের কয়েকজন ম্যাচ উইনার আছে।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ