ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

পিএসজি ছাড়ার বিষয়ে নতুন করে যা বললেন এমবাপ্পে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১৭ ১০:৪৮:১১
পিএসজি ছাড়ার বিষয়ে নতুন করে যা বললেন এমবাপ্পে

গত সপ্তাহে চ্যাম্পিয়নস লিগে পিএসজি-বেনফিকা ম্যাচের কিছুক্ষণ আগে এমবাপ্পের পিএসজি ছেড়ে চলে যাওয়ার ইচ্ছের খবরটি প্রকাশ হয়। তখন নতুন ঠিকানা হিসেবে ইংলিশ ক্লাব লিভারপুলের নাম ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার ওই প্রতিবেদনের পরপরই একই খবর প্রচার করতে থাকে ফ্রান্স এবং ইংল্যান্ডের বিভিন্ন গণমাধ্যমও। তবে পিএসজি কোচ ক্রিস্টোফে গ্যালটিয়ের আর স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোস এমন কিছুর সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন।

অবশেষে সেই কৌতূহলের ইতি টানলেন এমবাপ্পে নিজেই। ফরাসি এই ফরোয়ার্ড জানিয়েছেন, আসলে যা রটেছে, তা সঠিক নয়। বরং এখানে (পিএসজিতে) বেশ ভালোই আছেন তিনি।

রোববার (১৬ অক্টোবর) রাতে পার্ক দ্য প্রিন্সেসে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষে নেইমারের গোলে ১-০ ব্যবধানে জয় তুলে নিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচে নেইমারের গোলে পাস দিয়েছিলেন এমবাপ্পেই।

খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হন এমবাপ্পে। পিএসজিতে তার ভালো না থাকা এবং জানুয়ারিতে চলে যাওয়ার খবর সম্পর্কে জিজ্ঞেস করা হলে এমবাপ্পে বলেন, আমি তো এখানে খুবই ভালো আছি। জানুয়ারিতে চলে যাওয়ার কথা আমি কখনোই বলিনি।

খবরটি শুনে বিশ্বকাপজয়ী এ ফরোয়ার্ড নিজেও ধাক্কা খেয়েছেন বলে দাবি করেছেন। এই বিষয়ে তিনি বলেন, ম্যাচের দিন (বেনফিকা সঙ্গে) যে খবরটি এলো, আমি বুঝতে পারছিলাম না। অন্য সবার মতো আমিও ধাক্কা খেয়েছি। অনেকেই মনে করে এই খবর তৈরির সঙ্গে আমি জড়িত আছি। কিন্তু আমি জড়িত নই।

তবে মাঠে বা মাঠের বাইরে তিনি পিএসজি নিয়েই মনোযোগী আছে বলে জানিয়েছেন এমবাপ্পে। সামনে বিশ্বকাপ, তার আগে পিএসজির হয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ আছে বেশ কয়েকটি।

এমবাপ্পে তাই মাঠেই মনোযোগী হওয়ার কথা বললেন, আমি একজন ফুটবল খেলোয়াড়। আমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যপার হচ্ছে খেলা এবং মাঠে নেমে নিজের সর্বোচ্চটা দেওয়া। আমি যদি এককেন্দ্রিক না থেকে বিক্ষিপ্ততায় ডুব দেই, তবে তো খুব দ্রুতই ক্লান্ত হয়ে পড়ব।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ