ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

যে নিয়মে হবে আইপিএল নিলাম

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১৮ ১৯:২৮:২৮
যে নিয়মে হবে আইপিএল নিলাম

গত ২২ সেপ্টেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেই সময়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি প্রত্যেক রাজ্য সংস্থাগুলোকে দেয়া চিঠিতে উল্লেখ করেন, ‘এবারের আইপিএল পূর্বের মত হোম ও অ্যাওয়ে ফরম্যাটে ফিরবে।

এদিকে আইপিএলের আগামী আসর ২০২৩ সালের মার্চ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। সে কারণে আগামী আইপিএল নিলামের দিন-তারিখ এবং ভেন্যুও ঘোষণা করে দিয়েছে বিসিসিআই।

সূচি অনুযায়ী, আগামী ১৬ ডিসেম্বর ব্যাঙ্গালুরুতে ২০২৩ সালের আইপিএলের মিনি নিলাম অনুষ্ঠিত হবে। তার আগে ১৫ নভেম্বরের মধ্যে ধরে রাখা (রিটেইন) ক্রিকেটারদের তালিকা আইপিএলের গভর্নিং কাউন্সিলের কাছে জমা দিতে হবে ১০টি ফ্র্যাঞ্চাইজিকে।

সেই তালিকা দেখে বাকি ক্রিকেটারদের নিলামে অন্তর্ভুক্ত করা হবে। এরপরই ক্রিকেটার কেনার লড়াইয়ে নামবে ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে গতবারের মেগা নিলামের মতো হবে না এবারের নিলাম। সবশেষ নিলামের পর ফ্র্যাঞ্চাইজিগুলির কাছে যত রুপি বেঁচে ছিল তার সঙ্গে আরও পাঁচ কোটি রুপি নিয়ে এই নিলামে নামা যাবে। অর্থাৎ, নিজেদের দলের ফাঁকফোকর ভরাট করার একটি সুযোগ পাবে ফ্র্যাঞ্চাইজিগুলি।

উল্লেখ্য, এবার সবচেয়ে বেশি ৮ কোটি ৪৫ লক্ষ রুপি নিয়ে নিলামে নামবে প্রীতি জিনতার দল পঞ্জাব কিংস। চেন্নাই সুপার কিংস নামবে ৭ কোটি ৯৫ লক্ষ রুপি নিয়ে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ৬ কোটি ৫৫ লক্ষ, রাজস্থান রয়্যালস ৫ কোটি ৯৫ লক্ষ, কলকাতা নাইট রাইডার্স ৫ কোটি ৪৫ লক্ষ, গুজরাট টাইটান্স ৫ কোটি ১৫ লক্ষ এবং মুম্বাই ইন্ডিয়ান্স, সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিটালস ৫ কোটি ১০ লক্ষ রুপি নিয়ে নিলামে নামবে। তবে লখনৌ সুপার জায়ান্টস সবচেয়ে কম ৫ কোটি রুপি নিয়ে নিলামে অংশ নেবে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ