ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আমরা পারব না কেন, আমাদের সেই সামর্থ্য আছে: মাশরাফি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ১৯ ১৯:১১:৩৯
আমরা পারব না কেন, আমাদের সেই সামর্থ্য আছে: মাশরাফি

বর্তমান সময়ে ছন্দে নেই বাংলাদেশ। নিজেদের সর্বশেষ ২০ টি-টোয়েন্টির মাত্র চারটিতে জয় পেয়েছে টাইগাররা। এমন পারফরম্যান্সে বিশ্বকাপে আন্ডারডগ হয়ে খেলতে নামবেন সাকিব আল হাসানরা। তবে বাংলাদেশের ক্রিকেটারদের সামর্থ্যে বিশ্বাস রাখছেন মাশরাফি। বাংলাদেশের সাবেক অধিনায়ক মনে করেন, একটি বা দুটি ম্যাচ জিতলেই মোমেন্টাম সাকিবদের দিকে আসবে।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, ‘একটা নতুন টুর্নামেন্ট শুরুর আগে আমার মনে হয় সবার মানসিকভাবে ফ্রেশ থাকা উচিত। শুরুর দিকে যদি আমরা একটা-দুটা ম্যাচ জিতে যাই। তাহলে হয়তো মোমেন্টাম ঘুরে যাবে। টি-টোয়েন্টিতে মোমেন্টাম সবকিছু। আমাদের সক্ষমতা আছে, এখন ঠিকমতো প্রয়োগ করতে পারলে ভালো ফল হবে।’

‘অস্ট্রেলিয়ায় গত বিশ্বকাপের আগে ২০১৫ বিশ্বকাপ খেলেছি, যদিও ৫০ ওভারের বিশ্বকাপ। আমরা কোয়ার্টার ফাইনালও খেলেছিলাম। অস্ট্রেলিয়ায় আমাদের ভালোকিছু স্মৃতিও আছে। আমি আশা করছি, আমরা পারব না কেন, আমাদের সেই সামর্থ্য আছে।’

সর্বশেষ এক মাসে বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে ব্যবহৃত শব্দ ইন্টেন্ট এবং ইমপ্যাক্ট। শ্রীধরণ শ্রীরাম বাংলাদেশের সঙ্গে যুক্ত হওয়ার পর থেকে এই শব্দগুলো ব্যাপকভাবে চর্চিত হচ্ছে। দল আসলে কি করতে চাচ্ছে সেটা বাইরে থেকে বলা কঠিন বলে মনে করেন মাশরাফি। এদিকে বিশ্বকাপ খেলতে যাওয়া সাকিবদের জন্য শুভ কামনা জানিয়েছেন বাংলাদেশের সাকিব অধিনায়ক।

মাশরাফি বলেন, ‘যে কথাগুলো হচ্ছে অবশ্যই দলের একটা চাওয়া-পাওয়া থাকে। দল একটা ফোকাস করে আগায়। তারা কী চাচ্ছে, তারাই বলতে পারবে। এখান থেকে বলা কঠিন। সাবেক ক্রিকেটার হিসেবে শুভকামনা ছিল, থাকবে। আশা করছি যা কিছু হয়েছে, এটুকু বলতে পারি বাংলাদেশ টিম টি-টোয়েন্টি খেলার ভেতর আছে। অনেকদিন ধরে খেলা যাচ্ছে। ফল আমাদেরর পক্ষে না আসলেও অনেকদিন ধরে খেলছে। ছোটখাটো ভুলগুলো শুধরে নেওয়ার সুযোগ আছে।’

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ