ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কোনো লোভ ছিল না তাসকিনের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ অক্টোবর ২৪ ১৬:১৩:০৬
কোনো লোভ ছিল না তাসকিনের

২০০৭ সালের পর বিশ্বকাপের মঞ্চে মূল পর্বে জয় পেয়েছে বাংলাদেশ। ১৫ বছর পর লাল-সবুজের দলটির জয়ের পেছনে অন্যতম কারিগর ছিলেন তাসকিন। শুরুতে ২ উইকেট ও শেষে ২ উইকেট নিয়ে ডাচ ব্যাটারদের কঠিন পরীক্ষা নিয়েছেন এই পেসার।

শুরুর ২ বলে ২ উইকেট নিয়ে হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন তাসকিন। কিন্তু সেই সুযোগে বাড়তি কিছু করে সফল হওয়ার চেয়ে সহজ থাকতে চেয়েছিলেন তিনি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন তিনি। নিজের কথা নয় বরং সে সময় দলের কথাই ভেবেছেন তাসকিন।

তাসকিন বলেন, 'আমার ভাবনা একদম ব্যাসিক ছিল। যেহেতু প্রথম দুইটা বল লেন্থ থেকে সুইং করানোর চেষ্টা করেছি এবং হয়েছেও। বেশি লোভিও হইনাই যেন একটু উপরে করতে গিয়ে ৪ না হয়ে যায়, দলের ক্ষতি হত। ডিসিপ্লিন মেনে করার চেষ্টা করেছি।'

ম্যাচের আগের দিন অনুশীলনে ইয়র্কার অনুশীলন করলেও ম্যাচে তা খুব বেশি দেখা যায়নি। বিশেষ করে হাসান মাহমুদের ক্ষেত্রে। তাসকিন জানালেন, উইকেট থেকে বাড়তি বাউন্স আসছিল বলে ভিন্ন পরিকল্পিনায় হেটেছেন তারা। সাথে বাতাসের সাহায্যও ছিল বলে জানিয়েছেন তিনি।

তাসকিন বলেন, 'আজকের উইকেটে লেন্থ বল, হার্ড ব্যাক অফ লেন্থ বল, বাউন্সার এগুলা বেশ ভালো হচ্ছিল। এ জন্য ইয়র্কারের চেয়ে লেন্থ বলটাই কাজে আসছিল। আমি-হাসান ইয়র্কার করার চেষ্টা করেছি কিছু বল। কিন্তু লেন্থ বল থেকে মুভমেন্ট ও বাড়তি একটু বাউন্স পাচ্ছিলাম। তাই এটাতেই আটকে ছিলাম। একে মাঠের উইকেট একে রকম ব্যবহার করে।'

অনুশীলনে টায়ার দিয়ে ইয়র্কার অনুশীলন প্রসঙ্গে তিনি আরও বলেন, 'টায়ার অনুশীলনটা আসলে প্রধান কোচের তৈরি। ইয়র্কার, ওয়াইড ইয়র্কারে উন্নতি করার জন্য। ইয়োর্কারে উন্নতি করতে এই অনুশীলনটা আমরা প্রায়ই করি। ডেথ ওভারে হয়তো আমাদের আগের রেকর্ড ভালো না, কিন্তু আগের চেয়ে ভালো হচ্ছে। চাই সামনে আরও ধারাবাহিক হতে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ