ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কাতার বিশ্বকাপ: মেসির উদ্দেশে যা বললেন ম্যারাদোনার মেয়ে

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ১৯ ০৯:৫৫:২২
কাতার বিশ্বকাপ: মেসির উদ্দেশে যা বললেন ম্যারাদোনার মেয়ে

সেই বিশ্বকাপটা জিতলে আজ মেসিকে নিয়ে এত আক্ষেপ ঝড়তো না ভক্তদের। যেমনটা ঝড়ছে ম্যারাদোনার মেয়ে দালমার। মেসির প্রতি করুণ আবদার রেখেছেন তিনি। বলেছেন, মেসি এবার বিশ্বকাপ নিয়েই ফিরতে হবে। মনে রেখো, তোমাদের সঙ্গে ম্যারাদোনাও আছেন।

আর্জেন্টিনার ফুটবল ঈশ্বর খ্যাত দিয়েগো ম্যারাদোনা আজ আর নেই। বেঁচে থাকলে কাতারের গ্যালারিতে উদ্দাম ম্যারাদোনার দেখা মিলত বরাবরের মতো। তবে দালমার মতে, কাতার বিশ্বকাপে ম্যারাদোনা থাকবেন আর্জেন্টিনার দ্বাদশ খেলোয়াড় হিসেবে।

এক সাক্ষাৎকারে মেসিকে উদ্দেশে করে দালমা বলেছেন, ‘মনে রেখো, আমার বাবা কিন্তু তোমাদের সঙ্গেই রয়েছেন। ধরে নিতে পার, তিনিই এ দলের দ্বাদশ খেলোয়াড়। এবারের বিশ্বকাপে বাবার না থাকা প্রত্যেক মুহূর্ত উপলব্ধি করছি। তাই মেসির কাছে আমার একান্ত অনুরোধ, এবার বিশ্বকাপ নিয়ে দেশে ফিরতেই হবে। তাহলেই বাবা সবচেয়ে বেশি আনন্দ পাবেন। মনে রেখো —উনি কিন্তু তোমাদের দেখছেন।’

বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার শিরোপা দুটি। সর্বশেষ ১৯৮৬ বিশ্বকাপ জয়, সেটিও ম্যারাদোনার হাত ধরে। এরপর দুটি ফাইনাল খেললেও আর্জেন্টিনার কপালে শিরোপা জোটেনি। মেসিদের ৩৬ বছরের অপেক্ষা কি এবার ফুরোবে কাতারে?

আগামী রোববার পর্দা উঠবে কাতার বিশ্বকাপের। ২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। ‘সি’ গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ মেক্সিকো ও পোল্যান্ড।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ