ভারত দলের প্রধান নির্বাচক দায়িত্ব আসতে পারেন যে তিন সাবেক ক্রিকেটার

সকল সুযোগসুবিধা সত্ত্বেও এই ফলাফল কেনো? সেই প্রশ্নে ঘরে বাইরে সমালোচিত হচ্ছেন ক্রিকেটার’রা। টি-২০ বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ প্রতিযোগিতার আগে বারবার সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া, বারবার দলের নেতা পরিবর্তন, যোগ্য খেলোয়াড়দের সুযোগ না দেওয়ার মত একাধিক ইস্যুতে ফ্যানেদের কাছে ভিলেন হয়ে উঠেছিলেন নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মা”ও। ধৈর্য্য রাখতে পারে নি ভারতের ক্রিকেট নিয়ামক সংস্থা বিসিসিআই’ও(BCCI)।
গতকাল রাতে এক ট্যুইটবার্তায় প্রধান নির্বাচক চেতন শর্মাসহ গোটা নির্বাচক কমিটিকে বরখাস্ত করার সিদ্ধান্ত ঘোষণা করেছে তারা। সাথে সাথে নতুন নির্বাচক নিয়োগের বিজ্ঞপ্তি’ও জারি করেছে। চেতনের বিদায়ের পর সেই দায়িত্ব যাবে কার হাতে? ৩ টি নাম ঘিরে চলছে জোর গুঞ্জন।
অজিত আগরকার
গতকাল রাত্রে ট্যুইটারবার্তায় বিসিসিআই ঘোষণা করেছে যে তারা নির্বাচক পদে নতুন নিয়োগের জন্য আবেদনপত্র প্রত্যাশা করছে। আবেদনের নূন্যতম যোগ্যতাও বেঁধে দিয়েছে তারা। আবেদনকারীকে নূন্যতম ৭ টি টেস্ট বা ৩০ টি প্রথম শ্রেণির ম্যাচ অথবা ১০ টি ওয়ান ডে এবং ২০ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলতে হবে।
অন্তত ৫ বছর আগে ক্রিকেট বিদায় জানিয়ে থাকতে হবে তাঁদের। আর এই যোগ্যতামানে যিনি একদম ‘পারফেক্ট ফিট’, তিনি হলেন ভারতের প্রাক্তন বোলার অজিত আগরকার(Ajit Agarkar)। ভারতীয় দলের জার্সি’তে আগরকার একসময় চুটিয়ে ক্রিকেট খেলেছেন। ২৬ টি টেস্টে ৫৮ টি উইকেট নিয়েছেন এবং ১৯১ টি একদিনের ম্যাচে নিয়েছেন ২৮৮ উইকেট। নির্বাচক হিসেবেও এর আগে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
মুম্বই ক্রিকেটে নির্বাচক কমিটিতে ছিলেন তিনি। ২০২০ তে যখন চেতন শর্মা’কে নির্বাচক কমিটির প্রধান পদে বসানো হয় তখনও চেতনের প্রতিযোগী হিসেবে শোনা গিয়েছিলো অজিতের(Ajit Agarkar) নাম। এখন দুই বছর পর চেতন শর্মা অপসারিত হওয়ায় আরও একবার আগরকারের নাম ঘুরে বেড়াচ্ছে ভারতীয় ক্রিকেটের অলিন্দে।
অতুল ওয়াসন
নির্বাচক কমিটির প্রধান হিসেবে দ্বিতীয় সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছেন অতুল ওয়াসন(Atul Wassan)। দিল্লীর দীর্ঘদেহী এই পেসার হতে পারেন চেতন শর্মা’র উত্তরসূরী, মনে করছেন অনেকে। অতুল নিজের ক্রিকেট কেরিয়ারে দিল্লীর হয়ে ৮০ টি প্রথম শ্রেণির ম্যাচে ২৯০ টি উইকেট নিয়েছিলেন।
জাতীয় দলের হয়ে খেলেছেন ৪ টি টেস্ট এবং ৯ টি একদিনের ম্যাচ। ৫৪ বর্ষীয় অতুল ওয়াসন এর আগে দিল্লীর নির্বাচকমন্ডলীর সদস্য ছিলেন। নির্বাচকের কাজের সাথে তাই আগেই পরিচয় রয়েছে তাঁর। এই পূর্ব অভিজ্ঞতা তাঁকে বিসিসিআই-এর নির্বাচক কমিটির প্রধান পদে বসায় কিনা সেইদিকে তাকিয়ে এখন ক্রিকেটমহল।
বীরেন্দ্র শেহবাগ
সবচেয়ে চমকপ্রদ যে নামটি ভেসে বেড়াচ্ছে ভারতের ক্রিকেটমহলে সেটি প্রাক্তন ‘টিম ইন্ডিয়া’ ওপেনার বীরেন্দ্র শেহবাগের(Virender Sehwag)। নিজের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে বহু প্রতিভার সাথে ওঠাবসা করেছেন ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তী। তাই প্রতিভা চিনতে ভুল করবেন না তিনি, মনে করছেন অনেক ক্রিকেটবোদ্ধা।
জাতীয় দলের জার্সিতে ১০৪ টেস্টে তিনি করেছেন ৮৫৮৬ রান। আর একদিনের ম্যাচে মারকাটারি ওপেনার হিসেবে বিখ্যাত বীরু করেছেন ২৫১ ম্যাচে ৮২৭৩ রান। ‘মেন ইন ব্লু’র ২০০৭ টি-২০ বিশ্বকাপ এবং ২০১১ একদিনের বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য’ও ছিলেন শেহবাগ(Virender Sehwag)। সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে ভারতের ওপেনারদের খারাপ ফর্ম চূড়ান্ট ভুগিয়েছে ভারত’কে।
নির্বাচক কমিটিতে শেহবাগের অভিষেক হলে দেশের জন্য সঠিক ওপেনার বেছে নিতে তিনি নিজে সচেষ্ট হবেন বলেই মনে করা হচ্ছে। এছাড়াও নিজের আন্তর্জাতিক স্তরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সঠিক ‘টিম কম্বিনেশন’ বাছতেও ভূমিকা নেবেন ‘বীরু’, ভাবছেন ক্রিকেটবোদ্ধা’রা। এর আগে জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছেপ্রকাশ করলেও চেতন শর্মা’র অপসারণের পর নির্বাচক রূপে বিসিসিআই’এর সাথে যুক্ত হতে পারেন শেহবাগ, খবর তেমনই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- দেশের রাজনীতি নতুন মোড়: সেনাপ্রধানের শঙ্কাই সত্যি হতে চলেছে
- জামায়াত, বিএনপি, এনসিপি অনড়, সত্যি হতে চলেছে সেনা প্রধানের ভবিষ্যদ্বাণী
- শেষ হলো বাংলাদেশ বনাম পার্থ স্কর্চার্সের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- বিক্রেতা সংকট: সর্বোচ্চ দরবৃদ্ধি পেয়ে হল্টেড ৮ কোম্পানি
- রাষ্ট্রপতির ছবি সরানো নিয়ে তোলপাড়, নীরব বিদায়ের ইঙ্গিত?
- চমক দেখালো ‘বি’ ক্যাটাগরির শেয়ার
- বিনিয়োগকারীদের চাহিদার শীর্ষে ৮ কোম্পানির শেয়ার
- আজকের সকল দেশের টাকার রেট(১৮ আগস্ট ২০২৫)
- বিক্রেতা সংকটে হল্ডেট ৩ কোম্পানি
- ‘বি’ ক্যাটাগরির শেয়ারে চমক
- উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারকে গ্রেপ্তার করা হোক, সবকিছু বেরিয়ে যাবে
- ১৯তম শিক্ষক নিবন্ধনে যুগান্তকারী পরিবর্তন, বয়সেও আসছে ছাড়
- সাফ চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের ম্যাচ কবে কখন কোথায় ও লাইভ দেখার উপায়
- আজ বাংলাদেশে ১৮, ২১ ও ২২ ক্যারেট সোনা ও রুপার মূল্য
- দ্বিকক্ষবিশিষ্ট জাতীয় সংসদ: প্রধানমন্ত্রী হওয়ার জন্য মানতে হবে যেসব শর্ত