ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

দুই পরিবর্তন নিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ নভেম্বর ২৮ ২০:৫৫:৪৪
দুই পরিবর্তন নিয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা

ব্রাজিল সার্বিয়ার বিপক্ষে যেমন প্রথম ম্যাচে জিতেছে, সুইজারল্যান্ডও জিতেছে ক্যামেরুনের বিপক্ষে (১-০)। দুই দলের সামনেই তাই নকআউটে এক পা রাখার হাতছানি আজ।

ব্রাজিল তাদের একাদশে এনেছে দুটি পরিবর্তন। নেইমার ও দানিলোর পরিবর্তে সুযোগ পেয়েছেন মিলিতাও ও ফ্রেড। রিয়াল তারকা রড্রিগোর একাদশে নামার গুঞ্জন শোনা গেলেও শেষ পর্যন্ত বেঞ্চে বসেই ম্যাচ শুরু করতে হবে তাকে।

ব্রাজিল একাদশ (ফরমেশন ৩-৪-২-১)

অ্যালিসন বেকার (গোলরক্ষক), এদের মিলিতাও, থিয়াগো সিলভা, মার্কুইনহস, অ্যালেক্স সান্দ্রো, কাসিমিরো, ফ্রেড, পাকোয়েতা, রাফিনহা, রিচার্লিসন, ভিনিসিয়াস জুনিয়র।

কোচ: তিতে

সুইজারল্যান্ড একাদশ (৪-২-৩-১)

ইয়ান সমার (গোলরক্ষক), উইদমার, আকানজি, এলভেদি, রদ্রিগেজ, জাকা, ফ্রেইলর, রেইডার, শো, ভারগাস, এমবোলু।

কোচ: মুরাত ইয়াকিন

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ