ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

তিতেকে নিয়ে নেইমারের আবেগী পোস্ট

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ১২ ২২:১৭:১৭
তিতেকে নিয়ে নেইমারের আবেগী পোস্ট

ব্রাজিলের বিদায়ের পর সেলেসাও শিবির স্বপ্নভঙ্গের বেদনায় কাতর। তখনই কোচ পদ থেকে সরে দাঁড়ান তিতে। তার সরে যাওয়ার পর ব্রাজিলের অনেক ফুটবলারের মানসিক কষ্ট বেড়েছে আরও।

এর মধ্যে নেইমার অন্যতম। দলের পোস্টার বয় তাই তিতেকে নিয়ে দিয়েছেন আবেগী পোস্ট। ইনস্টাগ্রামে তিতেকে নিয়ে নেইমার লেখেন, ‘আমাদের অনেক সুন্দর মুহূর্ত আছে। আবার অনেক দুঃখের মুহূর্তও আছে, যা দীর্ঘদিন তাড়িয়ে বেড়াবে। বিশ্বকাপ আপনার প্রাপ্য।’

নেইমার আরও উল্লেখ করেন, ‘আমার দেখা অন্যতম সেরা কোচ আপনি। আমি সবসময় আপনার প্রশংসা করি। সবকিছুর জন্য আপনাকে ধন্যবাদ প্রফেসর তিতে।’ ২০১৬ সালে ব্রাজিলের কোচের দায়িত্ব নেন তিতে। তার অধীনে ৬ বছরে ৮১ ম্যাচ খেলেছে ব্রাজিল। জয় ৬১টি, ড্র ১৩টি। হার মাত্র সাত ম্যাচে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ