ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

মেসি নিলেন ১৪ ও রোনাল্ডো নিলেন ১৬ কোটি

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ২২ ১৯:৩৩:২৫
মেসি নিলেন ১৪ ও রোনাল্ডো নিলেন ১৬ কোটি

একটি ফ্যাশন সংস্থার বিজ্ঞাপনের এই ছবিতে দেখা যায়, তারা একে অপরের মুখোমুখি বসে আছেন। একে অপরের মুখোমুখি বসে তোলা সে ছবিটি কোনো ফুটবল মাঠের খেলার নয়, রানি-বোড়ে ‘সাজানো’ ছকে দাবা খেলছেন তাঁরা।

ক্যাশ এন স্পোর্টসের মতে, এই বিজ্ঞাপন তৈরিতে খরচ হয় প্রায় ৫০ কোটি। সেই বিজ্ঞাপনের মডেল হয়ে নিজের ইনস্টাগ্রামে পোস্ট করতে রোনাল্ডো নিয়েছিলেন প্রায় সাড়ে ১৬ কোটি টাকা। আর মেসি নিয়েছিলেন প্রায় ১৪ কোটি টাকা।

ইনস্টাগ্রামে রোনাল্ডোর অনুসারির সংখ্যা ৫২ কোটির বেশি। মেসির অনুসারি ৪০ কোটির বেশি। আর সেই জন্যই দু’জনেই ভাল ফুটবলার হওয়া সত্ত্বেও মেসির থেকে বেশি পারিশ্রমিক রোনাল্ডোকে দেওয়া হয়।

এই ছবি প্রকাশ্যে আসার পরপরই বিশ্ব জুড়ে তাদের ভক্ত সমর্থকদের মধ্যে বেশ সারা ফেলে দেয়।

ওই ফ্যাশন সংস্থা এর আগে পেলে, মারাডোনা এবং জিদানের মতো নামকরা খেলোয়াড়দের এবং বিশ্বকাপ বিজয়ীদের নিয়ে বিজ্ঞাপন বানিয়েছে। এবার তাঁরা বিজ্ঞাপনের মডেল হিসাবে বেছে নিলো দুই ‘সর্বকালের সেরা’কে।

দুই ফুটবলারের মতো এই ছবিকেও অনেকে ‘সর্বকালের সেরা’ ছবির তকমা দিয়েছেন। এই ছবি তুলেছিলেন বিখ্যাত আলোকচিত্রী অ্যানি লিবোভিটজ্‌।

রোনাল্ডো এই ছবি পোস্ট করার পর তা সর্বকালের রেকর্ড ভেঙে দেয়। এই ছবিই হয়ে ওঠে ইনস্টাগ্রামের ইতিহাসে সব থেকে বেশি লাইক পাওয়া ছবি।

তবে সম্প্রতি সেই রেকর্ড ভাঙে মেসির বিশ্বকাপ জয়ের একটি মুহূর্তের ছবি।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ