ঢাকা, মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২

বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেলেন যারা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২২ ডিসেম্বর ৩১ ১০:১৬:৫২
বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের মনোনয়ন পেলেন যারা

অধিনায়ক বেন স্টোকসের হাত ধরে বদলে গেছে টেস্ট ক্রিকেটের ইতিহাস। আক্রমণাত্মক খেলার ধরণ প্রবর্তন করে অধিনায়ক স্টোকস ও কোচ ব্রেন্ডন ম্যাককালাম এখন সর্বমহলে সমাদৃত হচ্ছেন। ইংল্যান্ড যখন টেস্টে একেরপর এক হারের মুখ দেখছিল, তখনই জো রুটকে সরিয়ে স্টোকসের হাতে দায়িত্ব তুলে দিয়েছিল ইংল্যান্ড। তারপর রূপকথার গল্পের মতোই একেরপর এক জয়ের দেখা পাচ্ছে ইংলিশরা।

শুধু নেতৃত্বগুণেই মনোনয়ন পাননি স্টোকস। আসলে তিনি ব্যাটে-বলে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন। এই অলরাউন্ডার ২০২২ সালে টেস্ট ম্যাচ খেলেছেন ১৫টি। তার ব্যাট থেকে এসেছে ৮২৬ রান ও বল হাতে শিকার করেছেন ২৬টি উইকেট।

স্টোকস ও ম্যাককালামের পরিকল্পনার একটা বড় অংশ জুড়ে ছিলেন জনি বেয়ারস্টো। বছরের শেষ চার মাস তিনি খেলতে পারেননি চোটের কারণে। তবে তার আগেই যে পারফর্ম করেছেন তাতে তাকে মনোনয়ন দিতে বাধ্য হয়েছে আইসিসি। মাত্র ১০ ম্যাচে বেয়ারস্টো সংগ্রহ করেছেন ১০৬১ রান। তার ব্যাটিং গড় ৬৬.৩১ ও স্ট্রাইকরেট ৭৬। ছয়টি শতকের পাশাপাশি করেছেন একটি অর্ধশতক।

মনোনয়ন পাওয়া আরেক ওপেনার হলেন উসমান খাজা। লম্বা বিরতির পর দলে ফিরেই বাজিমাত করেছেন এই বাঁহাতি ব্যাটার। ২০২২ সালে তিনি খেলেছেন ১১টি ম্যাচ। তার ব্যাট থেকে এসেছে ১০৮০ রান। এবছর খাজার ব্যাটিং গড় ৬৭.৫০। তিনি হাঁকিয়েছেন চারটি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি। অস্ট্রেলিয়াকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়ে যেতে খাজার অবদান অনেক।

তালিকায় জায়গা পাওয়া একমাত্র বোলার হলেন কাগিসো রাবাদা। তিনি ৯ ম্যাচে শিকার করেছেন ৪৭টি উইকেট। তার অগ্নিঝরা বোলিংয়ের সুবাদে ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ