ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

আবারও ফিরতে পারেন হাথুরুসিংহে, যা বললেন মিরাজ

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ০২ ১৬:২৩:৪৯
আবারও ফিরতে পারেন হাথুরুসিংহে, যা বললেন মিরাজ

রাসেল ডমিঙ্গো পদত্যাগ করে চলে যাওয়ায় বাংলাদেশের প্রধান কোচের আসন এখন ফাঁকা। সেই ফাঁকা আসনে হাথুরুসিংহেকে ফেরানোর ব্যাপারে আলোচনা হচ্ছে। মিরাজ জানালেন, হাথুরুসিংহে ফিরলে খুশিই হবেন তিনি।

তিনি বলেন, 'অবশ্যই। যেহেতু ওর অধীনে আমার অভিষেক হয়েছিল!' তবে কোচের প্রিয় হয়ে দলে জায়গা ধরে রাখা যায় না, মিরাজ তা ভালোভাবেই জানেন। তাই পারফর্ম করেই নিজের আসন মজবুত করতে চান ব্যাট-বল হাতে দুর্দান্ত সময় কাটানো মিরাজ।

তিনি বলেন, 'তবে দিনশেষে আমাকে পারফর্ম করতে হবে। পারফর্ম না করলে বাংলাদেশ দলে আমি খেলতে পারব না, যে কোচই আসুক না কেন। দিনশেষে পারফর্ম করেই খেলতে হবে। আমাকে পছন্দ করুক বা না করুক এটা বড় বিষয় নয়। পছন্দ তখনই করে যখন পারফর্ম করে। তাই পারফর্ম করাই গুরুত্বপূর্ণ, যে কোচই আসুক না কেন।'

আগামী মার্চে ইংল্যান্ড সিরিজের আগে জাতীয় দলের খেলা নেই। ইংল্যান্ড সিরিজের আগমুহূর্তে হয়ত নতুন কোচের অধীনে কাজ করবেন খেলোয়াড়রা। বিশ্বকাপের আগে তাই খুব বেশি সময় পাওয়া যাবে না। ওয়ানডে বিশ্বকাপে ভালো করতে হলে কোচের ভূমিকা যেমন জরুরী, তেমনি খেলোয়াড়দেরও নিজেদের প্রস্তুতি নিজেরাই সারতে হবে।

মিরাজ বলেন, 'খেলোয়াড়রা নিজেদের প্রস্তুতি সম্পর্কে জানে। খেলতে হবে খেলোয়াড়দেরই। নিজেদের প্রস্তুতি তাই খুবই জরুরী। এই সময়টা নিজেদের বেসিক নিয়ে কাজ করতে পারি, ঘাটতি নিয়ে কাজ করতে পারি। নতুন কোচ তাদের পরিকল্পনা সাজাবে, আমরা আমাদের ভাবনা জানাব, কীভাবে খেলতে পছন্দ করি। এটা একটা কম্বিনেশনের ব্যাপার।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ