ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটারদের ব্যাটিং ঝড়, দেখেনিন কত রান করলেন ইমরুল

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ০৩ ১৪:৪০:১৭
কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ব্যাটারদের ব্যাটিং ঝড়, দেখেনিন কত রান করলেন ইমরুল

বসুন্ধরার সহযোগী এক প্রতিষ্ঠান রংপুরের ফ্র্যাঞ্চাইজি। তাই বসুন্ধরার নিজস্ব স্পোর্টস কমপ্লেক্সেই চলছে রংপুর রাইডার্সের অনুশীলন।

আগামীকাল ৪ জানুয়ারি এই বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সেই খুলনা টাইগার্সের সঙ্গে অনুশীলন ম্যাচ খেলবে রংপুর।

আগের আট আসরে দেখা যায়নি। তবে এবার বিপিএল শুরুর আগে প্রথমবারের মত দলগুলো নিজেদের প্রস্তুত করতে গা গরমের ম্যাচ খেলছে। আজ মঙ্গলবার ওয়ার্মআপ ম্যাচ খেলছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

খেলা চলছে দেশ সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের মাসকো একাডেমি মাঠে। রুপগঞ্জে কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলছে সাকিব একাডেমির বিপক্ষে। আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেটে ২৩১ রানের বড়সড় স্কোর গড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

দলটির শীর্ষ তারকা লিটন দাস খেলেননি। লিটন বিশ্রামে আছেন। ব্যাট হাতে ঝড় তুলেছেন তিনজন- অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত, উইকেটরক্ষক জাকির আলী নায়েক ও পেসার আবু হায়দার রনি।

এরমধ্যে জাকির আলী নায়েক অর্ধশতক উপহার দিয়েছেন। তার ব্যাট থেকে এসেছে ২৬ বলে ৫২ রানের ঝড়ো ইনিংস। দ্বিতীয় সর্বাধিক ৪৪ রান (২২ বলে) করেছেন মোসাদ্দেক। আর বাঁ-হাতি পেসার আবু হায়দার রনি খেলেছেন ১০ বলে ৩১ রানের আরও একটি উত্তাল ইনিংস।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স : ২৩১/৫, ২০ ওভার (ইমরুল কায়েস ২৫, সৈকত আলী ২৫, জাকের আলী নায়েক ২৬ বলে ৫২, মোসাক্কেক হোসেন সৈকত ২২ বরে ৪৪, আবু হায়দার রনি ১০ বলে ৩১)।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ