ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

বিপিএলে ডিআরএস না থাকার আসল কারণ ফাঁস

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ০৫ ১৬:০২:৩৭
বিপিএলে ডিআরএস না থাকার আসল কারণ ফাঁস

ডিআরএস পরিচালনা করে হাতেগোনা কিছু প্রতিষ্ঠান। আন্তর্জাতিক ক্রিকেটের সুবাদে বাংলাদেশে ডিআরএসের যন্ত্রপাতি ও প্রযুক্তি থাকে সবসময়ই। তবে যারা এটা পরিচালনা করবেন, তারা আসতে পারছেন না বলেই যত বিপত্তি।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, 'ভারত সিরিজের পর ডিআরএসের জিনিসপত্র পড়ে আছে। কিন্তু ব্যবহার করার লোক নেই। কারণ হচ্ছে সীমাবদ্ধতা আর ম্যানপাওয়ারের অভাব।'

তবে বোর্ড থেকে দ্রুত পূর্ণাঙ্গ ডিআরএসের ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে জানিয়ে তিনি আরও বলেন, 'আমাদের এখানে ইকুপমেন্ট আছে কিন্তু ম্যানপাওয়ার নেই। যে কোম্পানি এই সাপোর্টটা দেবে, সে কোম্পানির যথেষ্ট জনবল নেই। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব ডিআরএস এভেইলেবল করার।'

অন্যান্য বোর্ড ডিআরএস ব্যবস্থা করলেও বিসিবির ব্যর্থতা নিয়ে স্বভাবতই প্রশ্ন উঠেছে। বিসিবি ডিআরএস রাখার জন্য যথেষ্ট চেষ্টা করেছে কি না, যথাসময়ে যোগাযোগ করেছে কি না, এমন প্রশ্ন অবান্তর নয়। প্রধান নির্বাহী জানান, 'দুই-তিন মাস আগেই আমাদের প্রডাকশন টিম বিষয়টি জানায়। এরপর আমরা আমাদের জায়গা থেকে ডিআরএস আনার সব চেষ্টা করেছি। আইসিসির সঙ্গেও এ নিয়ে যোগাযোগ করেছি। কিন্তু কোনো কারণে আনা সম্ভব হয়নি। কারণ একই সময়ে বেশ কিছু আন্তর্জাতিক ক্রিকেট চলছে। কিছু ফ্র্যাঞ্চাইজি লিগও চলছে। এসব কারণেই আমরা ডিআরএস আনতে পারিনি।'

তবে ডিআরএস আনতে না পারার পেছনে আর্থিক কোনো কারণ নেই, নিশ্চিত করেছেন এই বোর্ড কর্তা। সুজন বলেন, 'এখানে টাকার বিষয় ছিল না। আমাদের মাথায় যখন এসেছে, আমরা সবসময় চেষ্টা চালিয়ে গেছি। আমি ব্যক্তিগতভাবে আইসিসির কমার্শিয়াল হেডের সঙ্গে কথা বলেছি। কারণ তার সঙ্গে ডিআরএসের অপারেটরদের ভালো সম্পর্ক। আমি অন্যান্য বোর্ডের সঙ্গেও যোগাযোগ করেছি। কিন্তু তারা এ সময় বুক অ্যান্ড লকড।'

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ