ঢাকা, রবিবার, ২৪ আগস্ট ২০২৫, ৯ ভাদ্র ১৪৩২

পাকিস্তান-ভারত সফরে নতুন পরিবর্তন

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ০৯ ১২:৩২:৩৩
পাকিস্তান-ভারত সফরে নতুন পরিবর্তন

করাচিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলার সময় অ্যাবডোমিনাল স্ট্রেইনের ইনজুরিতে পড়েন হেনরি। ৩১ বছর বয়সী এই পেসারকে দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত রিহ্যাবে সময় পার করতে হবে।

যার কারণে আসন্ন দুটি সিরিজে তাকে ছাড়াই ভাবতে হচ্ছে কিউইদের। এদিকে গত বছরের এপ্রিলের পর এবারই জাতীয় দলে ডাক পেয়েছেন ব্রেসওয়েল। নিউজিল্যান্ডের হয়ে ৬৮টি ম্যাচ খেলে ফেলেছেন তিনি।

টেস্ট সিরিজ শেষ করে বর্তমানে পাকিস্তানেই আছে কিউই দল। দলটির সঙ্গে আগামী বুধবার (১০ জানুয়ারি) যোগ দেবেন ৩২ বছর বয়সী ব্রেসওয়েল। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্সের সুবাদেই জাতীয় দলে ডাক পেয়েছেন তিনি।

এদিকে ভারত সফরে যাওয়া হচ্ছে না অভিজ্ঞ কিউই পেসার টিম সাউদির। তার বদলে এই সফরে ডাক পেয়েছেন তরুণ পেসার জ্যাকব ডাফি।

১৩ জানুয়ারি পাকিস্তান সফর শেষ করে ভারতে রওনা দেবে কিউইরা। ১৮ জানুয়ারি ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে মাঠে নামবে তারা। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে হায়দরাবাদ, রায়পুর এবং ইন্দোরে।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ