বিশ্বকাপে ভিনিসিয়ুসের গোল বাতিল, সিটির বিপক্ষে ফার্নান্দেজেরটা ‘বৈধ’, দেখেনিন অফসাইডের নিয়ম

তাঁরা তবু অফসাইডের ফাঁদে আটকে গিয়েছিলেন। কিন্তু সুইজারল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়ুস জুনিয়র অফসাইডে না থেকেই গোল করেছিলেন। সেটিও বাতিল হয়ে গিয়েছিল। পরে জানা যায়, সে সময় অফসাইডে ছিলেন তাঁর সতীর্থ রিচার্লিসন।
প্রশ্ন উঠেছিল, রিচার্লিসন তো বল স্পর্শই করেননি। তাহলে অফসাইডের কারণে ভিনিসিয়ুসের গোল বাতিল হলো কেন? গোলটির আগে মূল আক্রমণটি যখন রচনা হয়েছে, সে সময় ভিনি বল স্পর্শ করার আগেই নিজের অবস্থান থেকে নড়ে যান রিচার্লিসন। ভিনি বল স্পর্শ করার পর তিনি নড়লে বা দৌড়ালে আর এটি অফসাইড হতো না।
কাল ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচেও এমন একটি ঘটনা ঘটে। ব্রুনো ফার্নান্দেজ দলকে ১–১ সমতায় ফেরাতে যে গোল করেন, সেই গোলের আক্রমণ রচনার শুরুতে অফসাইড পজিশনে ছিলেন মার্কাস রাশফোর্ড। বল স্পর্শ না করলেও তিনি প্রায় মাঝমাঠ থেকে দৌড়ে সিটির বক্সের সামনে গিয়েছিলেন। অন্যদিকে বাঁ প্রান্ত থেকে দৌড়ে গিয়েছিলেন ফার্নান্দেজ। শেষ মুহূর্তে তিনিই শট নেন এবং গোল দেন।
প্রথমে সহকারী রেফারি অফসাইডের পতাকাই তুলেছিলেন। কিন্তু সঙ্গে সঙ্গেই বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন ফার্নান্দেজ ও রাশফোর্ড। একই সঙ্গে ইউনাইটেডের অন্য খেলোয়াড়েরাও সেই প্রতিবাদে যোগ দেন। পরে ভিএআর দেখে রেফারি সিদ্ধান্ত বদলে অফসাইড বাতিল করেন এবং বহাল রাখেন গোল। রেফারির এই সিদ্ধান্তের পক্ষে–বিপক্ষে আলোচনা চলছে এখনো।
ইংল্যান্ডের কিংবদন্তি অ্যালান শিয়ারার টুইট করেছেন, ‘দলকে ১–১ গোলে সমতায় ফেরানো গোলটি ব্রুনো ফার্নান্দেজকে করতে দিয়ে খুব চতুর কাজ করেছে মার্কাস রাশফোর্ড।’ চেলসির সাবেক গোলকিপার পিওতর চেকের সুরটা এর বিপরীত, ‘ইউনাইটেডের প্রথম গোলটি প্রমাণ করে, যাঁরা নিয়ম বানাচ্ছেন, তাঁরা খেলাটি বোঝেনই না।’
এখন দেখে আসা যাক ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) নিয়মের বইয়ে কী লেখা আছে। কেন রেফারি ভিএআর দেখে এটিকে অফসাইড না দিয়ে গোল দিলেন।
আইএফএবির অফসাইডের ২০২২–২৩–এর নিয়মের শুরুতে লেখা আছে, কোনো সতীর্থ যখন বল স্পর্শ করবে বা ছাড়বে, তখন অফসাইড পজিশনে থাকা খেলোয়াড় সক্রিয় থাকলে সেটি অফসাইড বলে বিবেচিত হবে, যদি ১) নির্দিষ্ট সেই খেলোয়াড় প্রতিপক্ষের খেলোয়াড়দের বল ধরতে বাধার সৃষ্টি করে তাঁদের দৃষ্টিতে প্রতিবন্ধকতা তৈরি করেন অথবা ২) প্রতিপক্ষকে বলের জন্য চ্যালেঞ্জ জানান, অথবা ৩) বল প্রতিপক্ষের খুব কাছে থাকা অবস্থায় তিনি সক্রিয়ভাবে খেলার চেষ্টা করেন অথবা ৪) তাঁর গতিবিধি প্রতিপক্ষ খেলোয়াড়দের খেলায় প্রভাব ফেলে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে কারসাজির চক্র: দুর্বল কোম্পানির শেয়ারের দামে অস্বাভাবিক উল্লম্ফন
- শেষ হলো মেলবোর্ন স্টার্স বনাম বাংলাদেশের মধ্যকার রুদ্ধশ্বাস ম্যাচ
- ৩ কোম্পানির কারখানায় ঝুলছে তালা, ক্ষোভ বাড়ছে বিনিয়োগকারীদের
- এশিয়া কাপ ২০২৫: বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড জায়গা পেলেন যারা
- এশিয়া কাপ ২০২৫: তিন ওপেনার নিয়ে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
- ভারত বনাম বাংলাদেশ : ৯০ মিনিটের খেলা শেষ, জেনে নিন ফলাফল
- রপ্তানি আয়ের ৮ হাজার কোটি টাকা গায়েব: কেয়া গ্রুপ ও চার ব্যাংককে তলব
- বদলে গেল ফোনের ডায়াল প্যাড, জানুন আসল কারণ ও আগের অবস্থায় ফেরানোর উপায়
- ভারত বনাম বাংলাদেশ: গোল, গোল, ৮০ মিনিটের খেলা শেষ
- বদলে গেল আপনার ফোনের ডায়াল প্যাড, আতঙ্ক নয় সমাধান আছে, জেনে নিন
- এশিয়া কাপ ২০২৫: বড় চমক, বাংলাদেশের ১৫ সদস্যের স্কোয়াড চূড়ান্ত
- ‘ক্ষমতা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি’—ড. ইউনূস
- মালয়েশিয়া প্রবাস: যেভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিনা খরচে
- গুজব না সত্য: যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা হাসিনার পদত্যাগপত্র খুঁজে পায়নি
- ভারত বনাম বাংলাদেশ: প্রথমার্ধের খেলা শেষ, জানুন সর্বশেষ ফলাফল