ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

ক্যারিয়ার শেষ সৌম্যের

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ১৫ ১৫:৩১:১৯
ক্যারিয়ার শেষ সৌম্যের

২০১৫ সালের পরবর্তী সময়ে সৌম্যের পারফরম্যান্স হয়ে যায় সেই হ্যালির ধূমকেতুর মতোই, কালে ভদ্রে একবার। আট বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে দলে আসা-যাওয়ার মধ্যেই ছিলেন এই প্রতিভাবান ক্রিকেটার। জাতীয় দলের হয়ে কখনোই নিজের প্রতিভার সর্বোচ্চ প্রয়োগ করতে পারেননি তা বোধহয় সৌম্য নিজেও স্বীকার করবেন।

দেখতে দেখতে সৌম্য এখন ত্রিশে পা দিয়েছেন। নামের পাশে সেই তরুণ ট্যাগটাও আর নেই। যেই বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটসম্যানরা থীতু হয়ে যায় এবং দলের অভিজ্ঞ ক্রিকেটারের ভূমিকা পালন করে সেই বয়সে নিজেকে হারিয়ে খুঁজছেন সৌম্য। ২০২২ সালের শুরুতে তো ক্যারিয়ারের সবচেয়ে বাজে মুহূর্তেরই সাক্ষী হতে হয়েছিল সৌম্যের। ঘরোয়া লীগেরও মূল একাদশে সুযোগ পাচ্ছিলেন না এই তারকা ক্রিকেটার।

পরবর্তীতে ঘরোয়া ক্রিকেটে তেমন আহামরি কোনো পারফরম্যান্স না করেই বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যান সৌম্য। নিজের স্বভাবমতো বিশ্বকাপেও ব্যাট হাতে ঝলক দেখাতে ব্যর্থ হন এই ক্রিকেটার। পরবর্তীতে আবারো লাইম লাইটের বাইরে চলে যেতে হয় সৌম্যের। বিপিএল আশায় নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পেয়েছিলেন এই ওপেনার।

তবে যথারীতি এবারও ব্যর্থ সৌম্য। নিজের প্রথম ম্যাচে ১৩ বলে ১৬ এবং দ্বিতীয় ম্যাচ নয় বলে ছয়। সবমিলিয়ে সৌমের এই রানকে তার বর্তমান অবস্থার প্রতিকি ছবি হিসেবেও দেখা যেতে পারে। তুলনামূলকভাবে দুর্বল সৌম্যের দল ঢাকা ডমিনেটরস, যখন দলে তেমন বড় কোনো দেশি কিংবা বিদেশি তারকা নেই তখন তাদের ভরসার নাম হতে পারতেন সৌম্য সরকার। তবে এখানেও দিনশেষে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন সৌম্য।

সৌম্যের চোখ ধাঁধানো কভার ড্রাইভ, উদভাবনী সব শট এবং তার আইকনিক পুল শট দেশের ক্রিকেট রোমান্টিকদের জন্য ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো একটি স্মৃতিই বটে। সৌম্যের এইরকম অর্ধপতন নিশ্চিতভাবেই গণমাধ্যম কর্মী থেকে শুরু করে ভক্ত সমর্থক সবাইকেই মর্মাহত করে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে সৌম্যের ফিরে আসাটা বেশ দুষ্করই বটে। এই দুষ্কর কাজটি সৌম্য করুক এই প্রত্যাশাই থাকবে ক্রিকেট সমর্থকদের। তবে সমর্থকরা প্রত্যাশা রাখলেই তো হবে না মূল দায়িত্বটা তো থাকবে সৌম্যের উপরই।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ