ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে শাস্তি পেলেন রোহিতরা

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ২০ ১৫:৫১:৩২
নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পাওয়া ম্যাচে শাস্তি পেলেন রোহিতরা

আইসিসির নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের মাঝে কোনো দল ৫০ ওভার শেষ করতে না পারলে সেই দলের ক্রিকেটারদের জরিমানা করা হয়। যেখানে প্রতিটি ওভারের জন্য ক্রিকেটারদের ২০ শতাংশ জরিমানা করা হয়।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নির্ধারিত সময়ের মাঝে তিন ওভার কম করেছে ভারত। যার ফলে রোহিত-বিরাট কোহলিদের ম্যাচ ফির ৬০ শতাংশ জরিমানা করেছেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। রোহিত সিদ্ধান্ত মেনে নেয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

শুভমান গিলের রেকর্ড ডাবল সেঞ্চুরিতে ৩৪৯ রানের পুঁজি পেয়েছিল ভারত। প্রথম ওয়ানডেতে সর্বকনিষ্ঠ ডাবল সেঞ্চুরিয়ান হিসেবে নাম লিখিয়েছেন গিল। তবে ডানহাতি এই ব্যাটারের স্বপ্নের মতো ম্যাচে নায়ক হতে পারতেন মাইকেল ব্রেসওয়েল। ১৩১ রানে ৬ উইকেট হারালেও মিচেল স্যান্টনারকে নিয়ে দারুণ এক জুটি গড়ে তোলেন তিনি।

হাফ সেঞ্চুরির পর স্যান্টনার ফিরে গেলেও সেঞ্চুরি তুলে নিয়ে নিউজিল্যান্ডের স্বপ্ন সারথী হয়ে টিকেছিলেন ব্রেসয়েল। তবে শেষ ওভারের ২০ রানের সমীকরণ মেলাতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। ১৪০ রান করে ব্রেসওয়েল আউট হলে ১২ রানে জয় পায় স্বাগতিক ভারত।

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ