ঢাকা, শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২

বিতর্কিত এশিয়া কাপের ভবিষ্যৎ কোথায়

খেলা ডেস্ক . ২৪আপডেটনিউজ
২০২৩ জানুয়ারি ২৫ ১২:১১:২৮
বিতর্কিত এশিয়া কাপের ভবিষ্যৎ কোথায়

‘পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ হলে, সে টুর্নামেন্টের কোনো ম্যাচই খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট দল।’

জয় শাহ এসিসির বর্তমান সভাপতি হওয়ায় তার এমন বক্তব্যে ক্ষোভে ফুঁসে উঠেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। জয়ের এমন বক্তব্যের বিপরীতে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত যদি এশিয়া কাপ খেলতে না আসে তবে পাকিস্তানও ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না।

এছাড়াও পিসিবির সাবেক সভাপতি রমিজ রাজা তো জয় শাহের এমন সিদ্ধান্তকে রীতিমতো ছিনতাই বলেই দাবি করেছিলেন। তবে বর্তমান সভাপতি নাজম শেঠি এখন পর্যন্ত চলতি বছরের এশিয়া কাপ নিয়ে কোনো মন্তব্যই করেননি। তিনি আসছে ৪ ফেব্রুয়ারিতে এসিসির বৈঠকে নিজের সিদ্ধান্ত জানাবেন বলে গণমাধ্যমে জানিয়েছেন।

এছাড়াও বাহরাইনে অনুষ্ঠেয় এসিসির সেই বৈঠকে চলতি বছরের এশিয়া কাপ নিয়ে সিদ্ধান্ত আসবে বলেও ইঙ্গিত দিয়েছেন পিসিবির বর্তমান সভাপতি। গণমাধ্যমে নাজম শেঠি বলেন, আরও পড়ুন: আবারও পাকিস্তানের জার্সিতে ফিরছেন আমির!

‘ফাইনালি, এসিসি অফিসিয়ালির বৈঠকের জন্য তারিখ নির্ধারিত হয়েছে। আগামী ৪ ফেব্রুয়ারি আমি এসিসির বৈঠকের জন্য বাহরাইনে যাব। আমি এখন পর্যন্ত নিজেদের অবস্থান সম্পর্কে কিছু বলতে পারবো না। বৈঠক চলাকালীন সবকিছু শুনে, বুঝে এরপর সিদ্ধান্ত গ্রহণ করবো।

বিসিসিআই চায়, পাকিস্তান ক্রিকেট দল ভারতে ভ্রমণ করুক। কিন্তু ভারতীয় দল পাকিস্তানে আসুক, এমনটা চায় না বিসিসিআই।’ আরও পড়ুন: সমালোচনায় পরিবারের মানুষ কষ্ট পায় : শান্ত

পাঠকের মতামত:

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ